ছেলের পড়ালেখায় ক্ষতির আশঙ্কা করে চুপ থাকাই শ্রেয় মনে করেছিল ওই ছাত্রের পরিবার।
হাইলাইটস
- নিগ্রগের পর মহিলা মনরোগ বিশেষজ্ঞ ছাত্রকে চুপ থাকার পরামর্শ দেন
- কোনও রকম পদক্ষেপ করেনি পরিবারও
- প্রিন্সিপালের সঙ্গে মনরোগ বিশেষজ্ঞকেও অভিযুক্ত করেছে পুলিশ
পুনে: বছর 14র স্কুল পড়ুয়াকে অশালীন ভিডিয়ো দেখানোর অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। পুণের ওই স্কুলের ঘটনায় প্রিন্সিপালের নামে অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়টি এক মহিলা মনরোগ বিশেষজ্ঞও নাকি জানতেন। কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে তিনি ছাত্রকে সব কিছু মুখ বুঝে হজম করতে বলেছেন বলে অভিযোগ। তাই তাঁর নামও এফআইআরে রয়েছে। দুই অভিযুক্তর খোঁজে সন্ধান শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছে ঘটনা ঘটেছিল গত মার্চ মাসে। বিষয়টি প্রথমে ওই মহিলাকে জানায় ছাত্র। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। উল্টে এ ব্যাপারে কাউকে কিছু না বলতে ছাত্রকে তিনি চাপ দিয়েছেন বলে অভিযোগ।
পুলিশের অনুমান ওই মহিলা হয়ত স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেও মুখ খুললে তাঁকে চাকরি খোয়াতে হতে পারে। একই ভাবে ছেলের পড়ালেখায় ক্ষতির আশঙ্কা করে চুপ থাকাই শ্রেয় মনে করেছিল ওই ছাত্রের পরিবার। কিন্তু বিভিন্ন সূত্র থেকে খবর আসে পুলিশের কাছে। সেই মতো দায়ের হয়েছে এফআইআর।