This Article is From Apr 10, 2020

দ্বিতীয় রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব

ওড়িশা আগেই জানিয়েছিল। এবার দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব। 

দ্বিতীয় রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব

ওড়িশা আগেই জানিয়েছিল। এবার দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানাল পঞ্জাব সরকার। শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২,০০০ ছাড়িয়েছে। পঞ্জাবে আক্রান্ত ১৩২ জন। দেশে চলছে ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতিতে দিল্লি ও মুম্বই, যেকানে সংক্রমণের হটস্পট বেড়েই চলেছে, তাদের তরফে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়েছে লকডাউনের সময়সীমা বাড়ানোর জন‌্য। লকডাউনের ফলে দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন যে শ্রমিকরা, তাঁরাও পড়েছেন অসুবিধায়। কিন্তু অতিমারির পরিস্থিতিতে প্রাণ বাঁচানো আরও বেশি জরুরি বলে মেনে নিচ্ছে সব রাজ্যই।

দেশে জনঘনত্ব অনেক বেশি হওয়ার ফলে এখানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন। কোটি কোটি মানুষকে বস্তি এলাকায় বাস করতে হয়। সেখানে এগুলি মেনে চলা কঠিন বলে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা করছেন অনেকেই।

.