পেহু গ্রামে “নগর কীর্তনের” শোভাযাত্রা চলাকালীন বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ
চণ্ডীগড়: পঞ্জাবের তরণ তারণ (Punjab's Tarn Taran) জেলায় ধর্মীয় শোভাযাত্রা চালাকালীন বাজি বিস্ফোরণে প্রায় ১২ জনের বেশী মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পেহু গ্রামে “নগর কীর্তনের” শোভাযাত্রা চলাকালীন বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। একটি ট্রাক্টরে বাজি ছিল, সেই ট্রাক্টরে ফুলকি থেকে বিস্ফোরণ ঘটে। পঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (সীমান্ত রেঞ্জ) এসপিএস পারমের এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।