This Article is From Aug 30, 2019

পাকিস্তানে অপহৃত পঞ্জাবের তরুণী, ইমরানকে ট্যুইট অমরিন্দর সিংয়ের

টাম্বু সাহিব গুরুদ্বারের পুরোহিত ভগবান সিংয়ের কন্যা বছর ১৯-শের জগজিৎ কৌরকে মুসলিম যুবকের সঙ্গে বিয়েতে বাধ্য করা হচ্ছিল। ধর্মান্তকরণের লক্ষ্যেই এই কাজ।

পাকিস্তানে অপহৃত পঞ্জাবের তরুণী, ইমরানকে ট্যুইট অমরিন্দর সিংয়ের

পাকিস্তানে জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে সোচ্চার অমরিন্দর সিং।

হাইলাইটস

  • শিখ সম্প্রদায়ের তরুণীকে অপহরণ পাকিস্তানে।
  • জোর করে ইসলামে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ
  • ইমরান খানকে ‘দৃঢ় ও তাৎক্ষণিক’ পদক্ষেপের আর্জি অমরিন্দর সিংয়ের
নয়াদিল্লি:

শিখ সম্প্রদায়ের মেয়েকে অপহরণ করে পাকিস্তানে জোর করে ইসলামে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ। প্রতিবাদে সরব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Sing)। অবিলম্বে ‘দৃঢ় ও তাৎক্ষণিক' পদক্ষেপ করার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কাছে আর্জি জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অপরাধীদের অবিলম্বে ধরার জন্য প্রশাসনে সক্রিয় উদ্যোগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও  (S Jaishankar ) এই বিষয়ে পাক বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। এদিন  ট্যুইটে নিজেই এই তথ্য তুলে ধরেন তিনি। ট্যুইটে অপহৃতের পরিবারের একটি ভিডিও আপলোড করে অমরিন্দর সিং লেখেন, ‘পাকিস্তানের নানকানা সাহিবে এক শিখ পুরোহিতের কন্যাকে অপহরণ করা হয়েছে ইসলামে ধর্মান্তকরণের জন্য। অত্যন্ত জঘন্য ঘটনা। ইমরান খানকে দৃঢ় ও তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও বিষয়টি দেখার ও পাক বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার অনুরোধ করেছি।'

টাম্বু সাহিব গুরুদ্বারের পুরোহিত ভগবান সিংয়ের কন্যা বছর ১৯-শের জগজিৎ কৌরকে মুসলিম যুবকের সঙ্গে বিয়েতে বাধ্য করা হচ্ছিল। ধর্মান্তকরণের জন্যই এই কাজ করছিল অপরাধীরা। ভিডিওতে দেকা যাচ্ছে জগজিতের ভাই সুরুন্দর সিং বলছে, ‘দিন কয়েক আগে আগে কয়েকজন লোক জোর করেই বাড়ির মধ্যে প্রবেশ করে ও অপহরণ করে দিদিকে। ঘটনার পর আমরা স্থানীয় থানায় যাই। অভিযোগ দায়ে করি। পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে দেখা করলেও তারা কেউ আমাদের অভিযোগ শুনছেন না। অপরাধীরা ফের আমাদের বাড়িতে এসে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়। আমাদেরও বলতে থাকে মুসলমান হয়ে যাওয়ার জন্য।'

উপায় না দেখে কৌর পরিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেদেশের প্রধান বিচারপতির কাছে অপহৃত কন্যাকে ফিরিয়ে দিতে আর্জি জানিয়েছেন। পরিবারের হুঁশিয়ারি জগজিতকে খুঁজে দেওয়া না হলে তারা পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর হাউসের সামনে আত্মহত্যা করবে।

পাকিস্তানের শিখ সম্প্রদায় এই ঘটনার নিন্দা করেছে। এদিন পাক পাঞ্জাবের গর্ভনর হাউসের সামনে বিক্ষোভের কর্মসূচি ছিল তাদের।

.