প্রতিদিন ৬০০ টন আবর্জনা মোহালি এবং পাটিয়ালা থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য একত্রিত করা হবে
আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য মোহালির সমগৌলি গ্রামে একটি ৭ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। সোমবার সরকারি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রকল্পটি নির্মাণের বিষয়ে অনুমোদন দিয়েছেন। প্রকল্পটি তৈরি করো, গ্রহণ করো, চালাও- এই ত্রিস্তরীয় মডেলে তৈরি হবে। ৫০ একরের বেশি জায়গা নিয়ে এই প্রকল্পটি তৈরি হবে।
বর্ষসেরায় বর্ষশুরু, সিনেমার সমাবর্তনে উদযাপন ‘সিনেমার বড়দিন'
বিবৃতিতে বলা হয়েছে প্রকল্পটি দু'বছরের মধ্যে শেষ হবে। প্রতিদিন ৬০০ টন আবর্জনা মোহালি এবং পাটিয়ালা থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য একত্রিত করা হবে। অমরিন্দর সিং এখানে এক বৈঠকে সভাপতিত্ব করেন এবং এনটিপিসি এবং মোহালি পৌর নিগমের মধ্যে একটি চুক্তিতে অনুমোদন দেন।
ভাইরাল ভিডিও: অপরাধ রসুন চুরি! সন্দেহে উলঙ্গ করে মারা হল ব্যক্তিকে!
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প জলবায়ু পরিবর্তনে রাজ্যের পরিকল্পনা ( SAPCC) এবং স্বচ্ছ ভারত অভিযানকে বাস্তবায়িত করতে সাহায্য করবে।
Click for more
trending news