নীতি আয়োগের রিপোর্টের সারবত্তা নিয়ে প্রশ্ন তুলল পঞ্জাব।
হাইলাইটস
- নীতি আয়োগের রিপোর্ট নিয়ে আপত্তি পঞ্জাবের
- স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিধুর দাবি, পঞ্জাবে কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমোয় না
- তিনি দাবি করেন, এই পরিসংখ্যান ভুল
নয়াদিল্লি: সমস্ত রাজ্যকে নিয়ে নীতি আয়োগের ‘দীর্ঘকালীন বিকাশ লক্ষ্য সূচনাঙ্ক' (Sustainable Development Goal Index) রিপোর্টে পঞ্জাব (Punjab) দু' পয়েন্ট নেমে যাওয়ার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিধু জানালেন, পঞ্জাবে কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমোয় না। যদি কেউ সেটা করে, তার অর্থ সে ডায়েটিং করছে। তিনি বলেন, ‘‘আমার মনে হয় না পঞ্জাবে এমন কেউ আছে যে খালি পেটে ঘুমোয়। আর যদি কেউ এমন করে, তাহলে সম্ভবত সে ওজন কমানোর জন্য এমনটা করছে।''
তিনি আরও দাবি করেন, পঞ্জাবে সকলেই স্বাস্থ্যকর খাদ্য খায়। খালি পেটে কারও ঘুমনোর কোনও প্রশ্নই ওঠে না।
আর এক মন্ত্রী এসএস ধর্মসোট ওই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, পঞ্জাবে কখনও কেউ অনাহারে মারা যায়নি। প্রত্যেকেরই কাজ করা উচিত। আর যে কাজ করে সে অনাহারে থাকতেই পারে না। তিনি দাবি করেন, এই পরিসংখ্যান ভুল। প্রশ্ন তোলেন, ‘‘আমরা আটা ও ডালও বিনামূল্যে দিই। কেউ কি রুটি পর্যন্ত বানাতে পারেন না?''