This Article is From Apr 12, 2020

পুলিশের হাতে কোপ মারল লকডাউন অমান্যকারী, আহত আরও ২

ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার সকালে ওই পুলিশ আধিকারিকের উপরে ধারালো অস্ত্র হাতে চড়াও হয় এক ব্যক্তি।

হাইলাইটস

  • রবিবার সকালে ওই ঘটনা ঘটে পঞ্জাবের পাতিয়ালার এক সবজি বাজারে
  • পুলিশ আধিকারিকের হাতে কোপ মারে এক আততায়ী
  • পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে
পাতিয়ালা, পঞ্জাব:

রবিবার সকালে পঞ্জাবের পাতিয়ালায় এক সবজি বাজারে পুলিশের উপরে হামলা চালাল একদল লোক। তাদেরই একজন অস্ত্রের দ্বারা এক পুলিশ আধিকারিকের হাতে কোপ মারে। ওই পুলিশ আধিকারিক এএসআই হরজিৎ সিংহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। এদিনের হামলায় আহত হয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক। পুলিশ জানিয়েছে, লকডাউন ঠিকমতো মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখার সময়ই পুলিশের উপরে হামলা চালায় ওই লোকগুলি। পঞ্জাবের পুলিশ প্রধান দিনকর গুপ্তা টুইট করে জানিয়েছেন, ‘‘একদল লোক কয়েক জন পুলিশ আধিকারিক এবং পাতিয়ালার সবজি মান্ডির এক মান্ডি বোর্ড আধিকারিকের উপরে হামলা চালায়। এএসআই হরজিৎ সিংহ, যাঁর হাত কেটে গিয়েছে তাঁকে চণ্ডীগড়ের পিজিআইয়ে পৌঁছে দেওয়া হয়েছে।''

রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন, স্কুল-কলেজ বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত

দ্বিতীয় একটি টুইটে তিনি জানান‌, ‘‘আমি পিজিআইয়ের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি শীর্ষস্থানীয় প্লাস্টিক সার্জেনদের নিয়োগ করেছেন অস্ত্রোপচারের জন্য। অস্ত্রোপচার সদ্য শুরু হয়েছে। অভিযুক্ত নিহাং দলকে গ্রেফতার করে পরবর্তী পদক্ষেপ করা হবে।''

"জীবন ও জীবিকা দুটোই বাঁচতে হবে", মুখ্যমন্ত্রীদের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পঞ্জাবে লকডাউনের মেয়াদ ১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, নতুন করে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা যা ঘটছে তা গোষ্ঠী সংক্রমণের দিকে ইঙ্গিত দিচ্ছে।

কেন্দ্র অবশ্য এই দাবিকে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এখনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। আক্রান্তদের সূত্রকে চিহ্নিত ও আইসোলেট করা এবং চিকিৎসা করা সম্ভব হচ্ছে।

পঞ্জাবে ১৫১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত ১১।  

.