This Article is From Nov 13, 2018

লাইন চ্যুত হল হাওড়া- পুরী ধৌলি এক্সপ্রেসের বগি

দক্ষিণ পূর্ব রেলের মুখপাত্র সঞ্জয়  ঘোষ জানিয়েছেন   বি- 3 কোচটি আলাদা  হয়ে  গিয়েছিল। ঘটনাস্থল থেকে  হাওড়ার দূরত্ব প্রায়  67  কিমি

লাইন চ্যুত হল হাওড়া- পুরী  ধৌলি এক্সপ্রেসের বগি

দক্ষিণ পূর্ব রেলের মুখপাত্র সঞ্জয়  ঘোষ জানিয়েছেন   বি- 3 কোচটি আলাদা  হয়ে  গিয়েছিল

হাইলাইটস

  • সকাল 7 টা 10 নাগাদ পাশকুড়া স্টেশনের কাজে এই ঘটনাটি ঘটেছে
  • ই ঘটনায় কেউ আহত হননি বলে রেল সূত্রে খবর
  • ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করছেন রেলের ইঞ্জিনিয়াররা
কলকাতা:

লাইন চ্যুত হল হাওড়া- পুরী  ধৌলি এক্সপ্রেসের একটি বগি। আজ সকাল 7 টা 10 নাগাদ পাশকুড়া স্টেশনের কাজে এই ঘটনাটি ঘটেছে।

তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে রেল সূত্রে খবর। ঘটনাস্থলে  পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। ঠিক কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ পূর্ব রেলের মুখপাত্র সঞ্জয়  ঘোষ জানিয়েছেন   বি- 3 কোচটি আলাদা  হয়ে  গিয়েছিল। ঘটনাস্থল থেকে  হাওড়ার দূরত্ব প্রায়  67  কিমি।

যাত্রীদের সুবিধার জন্য  হাওড়া- সেকেন্দ্রাবাদ- ফলকনুমা এক্সপ্রেসকে ওড়িশার খুড়দা রোড  স্টেশন পর্যন্ত সমস্ত স্টেশনে  দাঁড়াতে  বলা  হয়েছে বলে  মুখপাত্র জানিয়েছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.