This Article is From Jun 18, 2020

জনস্বাস্থ্য নিশ্চিত করতে ২৩ জুন পুরীর রথযাত্রায় "না" সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে শুনানিতে এমনটা জানাল সুপ্রিম কোর্ট

জনস্বাস্থ্য নিশ্চিত করতে ২৩ জুন পুরীর রথযাত্রায়

রথযাত্রা স্থগিত করতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল।

হাইলাইটস

  • জনস্বাস্থ্য সুনিশ্চিত করতে পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
  • এবছর রথযাত্রায় অনুমতি দিলে প্রভু জগন্নাথ রাগ করবেন: প্রধান বিচারপতি
  • করোনা আবহে এত মানুষের জমায়েতে অনুমতি দেওয়া সম্ভব নয়: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি:

এবছর পুরীর রথযাত্রার (SC on Puri's Rath Yatra) অনুমতি দিলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না। বৃহস্পতিবার পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে শুনানিতে এমনটা জানাল সুপ্রিম কোর্ট। ২৩ জুনের প্রস্তাবিত রথযাত্রা পিছিয়ে দিতে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি এদিন ছিল প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চে (CJI SA Bobde)। শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, "ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।" প্রধান বিচারপতি বলেন, "এই মহামারীর (Covid-19) আবহে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত অনুমতি দেওয়া যাবে না। যেখানে চিকিৎসকদের অভিমত এখন সামাজিক দূরত্ব বজায় আর শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। তাই বিপুল জমায়েত এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে।" নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হল। বৃহস্পতিবার শুনানিতে জানায় শীর্ষ আদালত।

ওড়িশার এক এনজিও, ওড়িশা বিকাশ পরিষদ সুপ্রিম কোর্টে দাবি করেছে, এই রথযাত্রা ঘিরে প্রায় ১০-১২ লক্ষ লোকের জমায়েত হবে পুরীতে। দু'সপ্তাহ ধরে চলবে এই উৎসব। তাই এবছর রথযাত্রায় স্থগিতাদেশ দেওয়া হোক। সেই আবেদনের শুনানিতে এদিন জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে প্রাচীন এই রীতি আয়োজনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

.