This Article is From Oct 17, 2019

অতিকায় ময়াল আঁকড়ে ধরল গলা! ভিডিওয় ধরা পড়ল ভয়ঙ্কর মুহূর্ত

ভিডিওয় ধরা পড়েছে, সাপটি গলা জড়িয়ে ধরার পরে কীভাবে সেটাকে ছাড়ানোর জন্য ছটফট করছিলেন ভুবনচন্দ্রন।

অতিকায় ময়াল আঁকড়ে ধরল গলা! ভিডিওয় ধরা পড়ল ভয়ঙ্কর মুহূর্ত

আচমকাই সাপটি তাঁর নাগাল থেকে বেরিয়ে এসে গলা চেপে ধরে।

প্রায় ১০ ফুটের অতিকায় ময়াল সাপ (Python) আঁকড়ে ধরল গলা! কোনও মতে বিপদ থেকে বাঁচলেন কেরলের (Kerala) এক ব্যক্তি। ‘দ্য হিন্দু' সূত্রানুসারে ৬১ বছরের ভুবনচন্দ্রন নায়ার মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমের নেয়ার বাঁধের কাছে আগাথা পরিষ্কার করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন অন্য শ্রমিকরাও। সকাল এগারোটা নাগাদ তাঁদের নজরে পড়ে সাপটি। তাঁরা সেটিকে বস্তায় ভরতে চেয়েছিলেন। আর তারপরই বাঁধে বিপত্তি। ভুবনচন্দ্রন সাপটিকে ধরে ফেলেছিলেন। কিন্তু আচমকাই সেটি তাঁর নাগাল থেকে বেরিয়ে এসে গলা চেপে ধরে। ক্রমে দমবন্ধ হয়ে আসতে থাকে তাঁর। সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই।

ডাকাতির মাঝে বন্দুক নামাতেই বেকায়দায় ডাকাত! মহিলার সাহসে চমকিত নেট দুনিয়া

সেই ভিডিওয় ধরা পড়েছে, সাপটি গলা জড়িয়ে ধরার পরে কীভাবে সেটাকে ছাড়ানোর জন্য ছটফট করছিলেন ভুবনচন্দ্রন।

তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি। সাপটির কবল থেকে তাঁকে মুক্ত করেন অন্য শ্রমিকরা। ভিডিওয় সেটাও ধরা পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁরা সফল হন।

Viral Video: কর্ণাটকের গ্রামবাসীদের চোখে পড়ল সাত মাথাযুক্ত সাপের খোলস

ভাগ্যক্রমে ভুবনচন্দ্রন বেঁচে গিয়েছেন বড় বিপদ থেকে। সামান্য চোট পেয়েছেন মাত্র।

‘মাতৃভূমি' তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান। আপাতত দু'দিন সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।

Click for more trending news


.