রিপোর্টে অনুযায়ী, যে সময় জেনারেল কাসেম সোলেমানির (Gen. Qassem Soleimani) শেষযাত্রার সময় কারমানে শহরে পদপিষ্টের ঘটনা ঘটে
তেহেরান: আমেরিকার বিমান হানায় নিহত ইরানের সেনা কম্যান্ডার কাসিম সুলেমানির শেষযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ৩৫ জন। আহত ৪৮ জন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে একথা জানা গিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত শুক্রবার মার্কিন বিমান হামলায় সুলেমানি নিহত হন। আল জাজিরা সূত্রে জানা যাচ্ছে, এদিন সুলেমানির শেষযাত্রায় অংশ নিতে হাজার হাজার মানুষ হাজির হন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কীভাবে রাস্তার মধ্যে অসহায় ভাবে পড়ে যান বহু মানুষ। অনেককে কাঁদতে এবং তাঁদের সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়।
আমেরিকার উপরে হামলা হলে ইরানের ৫২টি স্থানে হামলা চালানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
ইরানের আপৎকালীন চিকিৎসার কর্ণধার পিরুশাইন কৌলীবন্দ এর আগে ফোনে দেশের সরকারি টিভিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘‘দুর্ভাগ্যক্রমে শবযাত্রার সময় দৌড়াদৌড়ির সময় কিছু মানুষ আহত হন এবং কিছু মানুষ মারা গিয়েছেন।''
তেহরানে একদিন আগে সড়কপথে একটি মিছিল বের হয়। তাতে ১০ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন।
দেশজুড়ে তাঁর কাজের জন্য জেনারেল কাসেম সুলেমানিকে দেশনায়ক বলে মান্য করেন সেদেশের মানুষ। ফলে এদিনের শেষযাত্রায় দেখা যায় তারই বহিঃপ্রকাশ।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)