தமிழில் படிக்க Read in English
This Article is From Sep 26, 2018

শ্বাসকষ্টে ভুগে বিমানের মধ্যেই মৃত্যু 11 মাসের শিশুর

Qatar Airways: বিমানে উঠে শ্বাসকষ্টে ভুগে মৃত্যু হল এক শিশুর। বুধবার সকাল বেলার দিকে কাতার এয়ারওয়েজের বিমানে দোহা থেকে হায়দ্রাবাদ আসছিল ওই শিশুটি

Advertisement
Hyderabad

Qatar Airways:দোহা থেকে হায়দ্রাবাদ আসছিল অর্নাভ ভার্মা

Highlights

  • দোহা থেকে হায়দরাবাদ আসছিল শিশুটি
  • অবতরণের পর অর্নাভ ভার্মা নামের শিশুটিকে নিয়ে যাওয়া হয় মেডিকেল সেন্টারে
  • বিমানে ওঠার পরেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর
হায়দরাবাদ:

বিমানে (Qatar Airways) উঠে শ্বাসকষ্টে ভুগে মৃত্যু হল এক শিশুর। বুধবার সকাল বেলার দিকে কাতার এয়ারওয়েজের (Qatar Airways) বিমানে দোহা থেকে হায়দ্রাবাদ আসছিল ওই শিশুটি। বিমানের মধ্যেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় 11 মাস বয়সী ওই শিশুর। হায়দ্রাবাদে নামার পরেই মারা যায় সে। বাবা মায়ের সঙ্গেই দোহা থেকে বিমানে ওঠে শিশুটি। হায়দ্রাবাদ আসার পথেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।   

হায়দ্রাবাদ বিমানবন্দরে নামার পরেই অর্নাভ ভার্মা নামের ওই শিশুটিকে অ্যাপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে বিমান সংস্থাটি। চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অর্নাভর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল। তাঁর বাবা অনিল ভার্মার ভারতীয় পাসপোর্ট ছিল। কাতার এয়ারওয়েজ ফ্লাইট এসআর500 –এর যাত্রী ছিলেন তাঁরা।

Advertisement
Advertisement