গত বছরের রাজ্যের মাধ্যমিকের প্রশ্নপত্র “ফাঁস” হোয়াটসঅ্যাপে
কলকাতা: বুধবার পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ে, তবে জানা যায়, সেটি গত বছরের প্রশ্নপত্র।
এই নিয়ে সাতদিন পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্রের ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল।
পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভুগোল, অঙ্ক, এবং ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রশ্নপত্র “ফাঁসে”র প্রতিবাদে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের গেটের সামনে বুধবার সাতটি গোলাপ ফুলের তোড়া রেখে আসে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।
মাধ্যমিকের বাংলা পরীক্ষা নিয়ে অভিযোগ দায়ের পর্ষদের
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের তদন্ত সম্পর্কে সোমবার রিপোর্ট তলব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি, ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে তারা।
এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পরীক্ষার আগে প্রশ্নপত্র প্রকাশ হলে তবেই তাকে ফাঁস হিসাবে ধরা হয়, পরে হলে নয়।