This Article is From Jan 26, 2020

দেখুন: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে CRPF মহিলা বাহিনীর রাজপথে অভিষেক

সিআরপিএফ-এর (CRPF) মহিলা বাহিনীর নাম 'ওমেন ডেয়ারডেভিলস'। ওই বাহিনীর সদস্য সংখ্যা ৬৫। এবার  এই ৬৫ জন সিআরপিএফ জওয়ান রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ চেপে রাজপথ কাঁপালেন।

Republic Day 2020: মানব পিরামিড তৈরি করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান রাজপথ মাতালো সিআরপিএফের মহিলা বাহিনী।

হাইলাইটস

  • ৬৫ সদস্যের সি আরতপিএফ মহিলা বাহিনী, এদিন কাঁপালেন রাজপথ
  • রয়্যাল এনফিল্ড বাইকে চেপে নিজেদের কেরামতি দেখায় এই বাহিনী
  • এবার প্রথম প্রজাতন্ত্র দিবসে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে এই বাহিনী
নয়াদিল্লি:

সিআরপিএফ-এর (CRPF) মহিলা বাহিনীর নাম 'ওমেন ডেয়ারডেভিলস'। ওই বাহিনীর সদস্য সংখ্যা ৬৫। এবার  এই ৬৫ জন সিআরপিএফ জওয়ান রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ চেপে রাজপথ কাঁপালেন।অবিশ্বাস্য ভাবে ন'টি কেরামতি এদিন প্রদর্শিত করে ওই বাহিনী (All Women Squad)। যা দেখে অভিভূত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে (R Day Programme) উপস্থিত অভ্যাগতরা। এই বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন ইনস্পেকটর সীমা নাগ। এদিন গতিমান বাইকের অপর দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়েছেন তিনি।ওই বাহিনীর যে ৬৫ জন জওয়ান, প্রত্যেকের গড় বয়স ২৫-৩৫। এঁরা রয়্যাল এনফিল্ডকে ব্যাবহার করে নিজেদের কেরামতি দেখান। তাঁদের ব্যালান্সিং, কেরামতি, কৌশল দেখে  দর্শকাসন থেকে হাততালি দিতে দেখা গিয়েছে অনেক আমন্ত্রিতদের। চারজনের একটা গ্রুপ কিংবা একজন, একটা বাইকে চেপে নিজেদের ক্ষমতা জাহির করেছেন। তাঁদের প্রদর্শনীর একদম শেষদিকে পাঁচটি বাইকে ২১ জন অফিসার হিউম্যান পিরামিড তৈরি করে আমন্ত্রিতদের স্যালুট করে অনুষ্ঠানে ইতি টানেন। 

সামরিক শক্তির প্রদর্শনই ছিল প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রধান আকর্ষণ

এই বাহিনী প্রসঙ্গে সিআরপিএফ-এর ডিআইজি মজেস দীনকরণ বলেন, "সব বিভাগেই কর্তব্যপরায়ণ মহিলারা, সেই প্রতিশ্রুতি পূরণে ২০১৪ সালে এই বাহিনী তৈরি করা হয়েছে।" জানা গেছে, এবার প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গোটা বাহিনী উপস্থিত হল অতিথি-অভ্যাগতদের সামনে।

এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। মত ২২ টি ট্যাবলো এদিন প্রদর্শিত হয়েছে। ১৬টি রাজ্যের আর ৬টি কেন্দ্র শাসিত অঞ্চলের। এই প্যারেডে কুর্তা-পাজামা, জ্যাকেট আর মাথায় পাগড়ি পরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী। 

.