কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে ইস্তফাপত্র জমা দিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার বিভাগীয় প্রধান। রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। যদিও অধ্যাপকদের তোলা অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ টিএমসিপি। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন চার বিভাগীয় প্রধান। কয়েকজন অশিক্ষক কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিষয়টি সম্পর্কে তাদের অভিযোগ, নিয়মিত ক্লাসে আসতেন না অধ্যাপকরা।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িত একটি জায়গায় এই ধরণের ঘটনা কাম্য নয়। এই ধরণের ঘটনা, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করবে। এটা ঘটা উচিত নয়”।
বৈঠকর পর সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।তদন্তে কারও বিরুদ্ধে দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে”।
১৯৬২ তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঐতিহ্যমণ্ডিত।