This Article is From Dec 28, 2019

রবি ঠাকুরের "জন গণ মন" দেশকে ঐক্যবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে: মমতা বন্দ্যোপাধ্যায়

১৯১১ সালে কংগ্রেসের কলকাতার অধিবেশনে প্রথমবার গাওয়া হয় "জন গণ মন", সেই মন্ত্রেই সকলকে আরও একবার অনুপ্রাণিত করতে চান Mamata Banerjee

রবি ঠাকুরের

West Bengal: দেশকে ধ্বংস করতে উদ্যত শাসকের কাছে জনগণ মাথা নত করতে পারে না, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস

  • সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বিরুদ্ধে ফের সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়
  • দেশে বিভাজনমূলক শাসন চালাতে এমন আইন, মোদি সরকারকে নিশানা তাঁর
  • দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে "জন গণ মন" গানটির কথা মনে করান তৃণমূল নেত্রী
কলকাতা:

দেশে যখন বিভেদের রাজনীতি চলছে তখন রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নাগরিকত্ব আইনের বিরোধিতা প্রসঙ্গে এমনটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই হাতে হাত ধরে থাকার ক্ষেত্রে সহায় হবেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), তাঁর রচিত "জন গণ মন" (Jana Gana Mana) দেশকে ঐক্যবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে, বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জন গণ মনের রচয়িতা নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবির "আমার সোনার বাংলা" গানটির কথাও উল্লেখ করেন যা ১৯০৫ সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন লিখেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবি ঠাকুরের প্রতিবাদ করার পথ মানুষকে "দিশা" দেখিয়েছিল।

‘‘স্বার্থপর দৈত্য NRC, CAA'': নাগরিকত্ব আইন নিয়ে কবিতায় মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন: "জন গণ মন ১৯১১ সালে এই দিনটিতে প্রথম গাওয়া হয়েছিল। বহু বছর ধরে আমাদের জাতীয় সংগীত আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে এবং জাতিকে অনুপ্রাণিত করেছে। গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তিনি আমাদের গর্ব। ১৯০৫ সালেও তিনি ঐক্যবদ্ধ ভারতের জন্যে গান বেঁধেছেন। তিনি আমাদের পথ দেখিয়েছেন", টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯১১ সালে কংগ্রেসের কলকাতার অধিবেশনে প্রথমবার গাওয়া হয় "জন গণ মন", সেই মন্ত্রেই সকলকে আরও একবার অনুপ্রাণিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি এই গানের প্রথম স্তবক "ভারত ভাগ্য বিধাতা" ভারতের গণপরিষদের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করেছিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের "আমার সোনার বাংলা" গানটিকে ১৯৭১ সালে নতুন দেশ হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশের পর সে দেশের সরকার জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করেছিল।

আমি যতদিন বেঁচে আছি বাংলায় নাগরিকত্ব আইন কার্যকর হবে না: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং প্রস্তাবিত এনআরসি'র বিরোধিতা করে এসেছেন প্রথম থেকেই। শুক্রবারও তিনি ওই বিতর্কিত আইন প্রসঙ্গে বলেন যে, দেশ এক নতুন সংকটের মুখোমুখি হয়েছে যেখানে বিভাজনমূলক শাসন চালাতে এই ধরণের আইন আনা হচ্ছে। 

দেশকে ধ্বংস করতে উদ্যত শাসকের কাছে জনগণ মাথা নত করতে পারে না, বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন এই ভিডিও:

.