নয়াদিল্লি: বিয়ে করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। শনিবার ক্লে কোর্টের কিং ম্যালোরকার এক অসাধারণ দুর্গে তার ১৪ বছরের সঙ্গী জিসকা পেরোলোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এই অনুষ্ঠান ছিল একেবারে ব্যাক্তিগত। নিমন্ত্রিতর সংখ্যা ছিল প্রায় সাড়ে তিনশো। উনিশ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাদাল La Fortaleza তে গাঁটছড়া বাঁধলেন ৩১ বছর বয়সী পেরেলোর সঙ্গে (nadal marriage)। অতিথিদের মধ্যে ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনের রাজা হুয়ান কার্লোসও ছিলেন বলে শোনা গেছে। আরও জানা গেছে, তারকা শেফ মিশেলিন অনুষ্ঠানের ভূরিভোজের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর বয়সী নাদালের ছোট বোন, মারিবেলের বন্ধু ছিলেন তাঁর স্ত্রী। বোনের মাধ্যমেই দুজনের পরিচয়, তারপর প্রেম।
ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েলকে লেভার কাপের সময় পাওয়া কব্জির চোটের জন্যই, সাংহাই মাস্টার্স থেকে নিজের নাম তুলে নিতে হয়েছিল। স্পেনের এই তারকাকে লেভার কাপ থেকেও সরে আসতে হয়। এই নিয়ে পরপর দু'বছর ১৯ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সাংহাই মাস্টার্স খেলতে পারলেন না। "আপনারা সম্ভবত সবাই জানেন লেভার চলাকালীন আমার বাঁ দিকের কব্জিতে চোট লাগে যে কারণে পুরোপুরি সেরে উঠতে এবং এই অসাধারণ ইভেন্টের জন্য প্র্যাকটিস করার সময় পাইনি আমি," একটি বিবৃতিতে জানিয়েছিলেন রাফায়েল।
রাফায়েল আরও জানান, "আশা করছি ২০২০ তে সাংহাই মাস্টার্সে আবার খেলতে পারব।"
টুর্নামেন্টের ডিরেক্টর মাইকেল লুকানো জানিয়েছেন ,"সাংহাই মাস্টার্সে রাফায়েলের অভাব অবশ্যই অনুভূত হবে কারণ চিনে এই ইভেন্টে রাফায়েলের বিশাল সংখ্যক সমর্থক রয়েছেন।"