தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 10, 2018

রাফালে যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত বিষয়ে তথ্য চাইল সুপ্রিম কোর্ট

রাফালে  যুদ্ধ বিমান সংক্রান্ত বিষয়ে তথ্য  চাইল সুপ্রিম কোর্ট।

Advertisement
অল ইন্ডিয়া ,

আদালত বলে, সরকারের উদ্দেশে কোনও নোটিশ দেওয়া হচ্ছে না ।

Highlights

  • রাফালে যুদ্ধ বিমান সংক্রান্ত বিষয়ে তথ্য চাইল সুপ্রিম কোর্ট
  • এই যুদ্ধ বিমান কেনা প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ উঠেছে
  • 36টি বিমান কেনা প্রসঙ্গে দুর্নীতি হয়েছে দাবি আবেদনকারীর
নিউ দিল্লি :

রাফালে  যুদ্ধ বিমান সংক্রান্ত বিষয়ে তথ্য  চাইল সুপ্রিম কোর্ট। এ মাসের 29 তারিখের মধ্যে মুখ বন্ধ খামে এই তথ্য জমা দিতে হবে। এই যুদ্ধ বিমান কেনা  প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর তার জের গড়িইয়েছে  সুপ্রিম কোর্ট পর্যন্ত । 

আবেদনকারী এমএল শর্মার দাবি 59,000 কোটি টাকা খরচ করে 36 টি যুদ্ধ বিমান কেনার ব্যাপারে দুর্নীতি হয়েছে।  আর তাই বিমান কেনার ব্যাপারে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা  জানতে চাইল সুপ্রিম কোর্ট। এদিন তথ্য জানতে চেয়ে  প্রধান বিচারপতি  রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ বলে, সরকারের উদ্দেশে কোনও নোটিশ দেওয়া হচ্ছে না । আর  এটাও স্পষ্ট করে বলা হচ্ছে    যে আবেদনকারীর বক্তব্য পর্যাপ্ত নয়। সেটা গ্রহণও করা হচ্ছে না। আমরা শুধু নিজেদের সন্তুষ্ট করতে চাই।

ভারত সরকারের পক্ষে অতিরিক্ত এ জি কে কে বেনুগোপাল জানান এই ব্যপারটার সঙ্গে জাতীয়  নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে। নির্বাচনের আগে এটিকে  ব্যবহার  করা  হচ্ছে।   

Advertisement

 

 

Advertisement

 

Advertisement