This Article is From Feb 13, 2019

রাফালের বর্তমান দাম ইউপিএ ঠিক করা দামের থেকে ২.৮% সস্তাঃ রিপোর্ট

ক্যাগ রিপোর্ট থেকে NDTV জানতে পেরেছে রাফালের বর্তমান দাম ইউপিএ ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা

রাফালের বর্তমান দাম ইউপিএ ঠিক করা দামের থেকে ২.৮% সস্তাঃ রিপোর্ট

হাইলাইটস

  • এই রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে খারিজ করে দিয়েছে বিরোধীরা বিরোধীদের আক
  • বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি
  • তিনি বলেন মহাজোটের মিথ্যা প্রকাশ্যে এসে গিয়েছে
নিউ দিল্লি:

ক্যাগ রিপোর্ট থেকে NDTV জানতে পেরেছে রাফালের বর্তমান দাম ইউপিএ ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। একথা উল্লেখ করে আজকের রিপোর্ট জমা পড়ে রাজ্যসভায়।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাক্ষর করা রাফাল চুক্তিতে বিমানের দাম আগের ইউপিএ সরকারের থেকে  কম বলে  দাবি করেছে ওই  রিপোর্ট।

এই রিপোর্টকে  পক্ষপাত দুষ্ট বলে  খারিজ করে দিয়েছে  বিরোধীরা। তাদের দাবি  এই  রিপোর্টে চুক্তি  সংক্রান্ত বাস্তব তথ্য  কোনও ভাবেই উঠে আসেনি। আরও বলা  হচ্ছে  যিনি এই  রিপোর্ট তৈরি করেছেন চুক্তির  সময় তিনি নিজেই অর্থ সচিব ছিলেন।

এই রিপোর্টে দাবি করা হয়েছে ১৩৬টি যুদ্ধ বিমান কেনার জন্য যে খরচের কথা ইউপিএ সরকারের বলেছিল এটায় তার চেয়ে কম খরচ হয়েছে।

বিরোধীদের আক্রমণ করেছেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী  অরুণ জেটলি। তিনি বলেন  মহাজোটের মিথ্যা  প্রকাশ্যে এসে গিয়েছে। দেশেরে সুপ্রিম কোর্ট ভুল,  ক্যাগের রিপোর্ট ভুল  আর শুধু  একটি বংশের উত্তরাধিকারী ঠিক এটা হতে পারে না।

 

 

.