This Article is From Oct 31, 2018

রাফালে, দাম সম্পর্কিত তথ্য জমা দিতে হবে আগামী 10 দিনের মধ্যে : সুপ্রিম কোর্ট, নারাজ কেন্দ্র

যুদ্ধ  বিমান রাফালে (Rafale) কেনা সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী 10  দিনের মধ্যে  জমা দেওয়ার নির্দেশ দিল  সুপ্রিম কোর্ট।

রাফালে, দাম সম্পর্কিত তথ্য জমা দিতে হবে  আগামী 10 দিনের মধ্যে : সুপ্রিম কোর্ট, নারাজ কেন্দ্র

Rafale: যুদ্ধ বিমান কিনতে কত টাকা খরচ হয়েছে সেই তথ্য জানাতে হবে দশ দিনের মধ্যে ।

হাইলাইটস

  • 10 দিনের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
  • দাম সম্পর্কিত তথ্য মুখ বন্ধ খামে জমা দিতে হবে
  • মামলার আবেদনকারীদেরও এ সংক্রান্ত তথ্য জানাতে হবে
নিউ দিল্লি:

যুদ্ধ  বিমান রাফালে (Rafale) কেনা সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী 10 দিনের মধ্যে  জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এই সময়ের মধ্যে যুদ্ধ বিমান কিনতে কত টাকা খরচ হয়েছে সেই তথ্য  থেকে শুরু করে এ সম্পর্কিত নানা কিছু জানাতে  হবে।

 এর আগের শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়েছে। মুখপত্র খামে এ ব্যাপারে  তথ্য জমা  দিতে বলা  হয়েছিল।

 আর এবার বলা হল  দাম সম্পর্কিত তথ্য  মুখ বন্ধ খামে জমা দিতে  হবে।  

 দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ  এই নির্দেশ দিয়েছে। 

রাফালে যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত  বিষয়ে প্রশ্ন  তুলে  সুপ্রিম কোর্টে  মামাল  দায়ের হয়েছে। আবেদনকারীদের মধ্যে  আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা এবং অরুণ  শৌরি।    

একই  সঙ্গে আদালত জানিয়েছে  মামলার আবেদনকারীদেরও এ সংক্রান্ত তথ্য জানাতে হবে।  তবে কৌশলগত কারণে কিছু তথ্য নাও জানানো যেতে পারে।   আদালত  জানায় যুদ্ধ বিমানের দাম এবং উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে।                           

আবেদনকারীদের দাবি মোট  59 হাজার কোটি টাকা ব্যয় করে যে যুদ্ধ বিমান কেনার  প্রক্রিয়া  শুরু হয়েছে  তার তদন্ত হোক আদালতের নজরদারিতে। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে গিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে এ ব্যাপারে  আলোচনা  করেন। তারপর রাফালে  যুদ্ধ বিমান কেনার কথা  সরকারি ভাবে জানায় মোদী সরকার। অন্যদিকে আদালতে সরকার জানায়, দাম সংক্রান্ত তথ্য সংসদে বলা হয়নি।  অতীতে  সরকারও এ ধরনের তথ্য  দিত না।       

.