২০১৭-২৮ সালেই বেকার যুবক- যুবতীর সংখ্যা ছিল সাড়ে ছ’কোটিঃ রাহুল।
হাইলাইটস
- এই রিপোর্টে বলা হয়েছে ২০১১-১২ সালে বেকারত্বের পরিমাণ ছিল ২.২ শতাংশ
- গ্রামে বেকারত্বের পরিমাণ ৫.৩ শতাংশ আর শহরে ছিল ৭.৮ শতাংশ
- এখন নমো-র যাওয়ার সময় হয়েছে, রিপোর্টের কথা উল্লেখ করে দাবি রাহুলের
নিউ দিল্লি: একটি রিপোর্ট বলছে দেশের বেকারত্ব গত সাড়ে চার দশকের মধ্যে বেশি হয়েছে ২০১৭-১৮ সালে। এনএসএসও –র পিএলএফএস এই সমীক্ষা করেছে। সেই রিপোর্ট প্রকাশ্যে না এলেও তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৭-১৮ সালে বেকারত্বের পরিমাণ ছিল ৬. ১ শতাংশ। কংগ্রেস সভাপতি লেখেন, ‘ নমো চাকরি কোথায়! প্রধানমন্ত্রী বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর পাঁচ বছর বাদে ফাঁস হওয়া রিপোর্ট বলছে শুরু ২০১৭-২৮ সালেই বেকার যুবক- যুবতীর সংখ্যা ছিল সাড়ে ছ'কোটি। এখন নমো-র যাওয়ার সময় হয়েছে।' এর পাশাপাশি হিটলারের ডাকনামও হ্যাশট্যাগে ব্যবহার করেছেন রাহুল।
বাজেটের মাত্র একদিন আগে প্রকাশ্যে আসা রিপোর্টে ১৯৭৩ সালের পর এবারই সবচেয়ে বেশি বেকারত্ব দেখা দিয়েছে। সেই রিপোর্টকে এখনও প্রকাশ্যে আসেনি। বিজনেজ স্ট্যান্ডার্ড সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ২০১১-১২ সালে বেকারত্বের পরিমাণ ছিল ২.২ শতাংশ। গ্রামে বেকারত্বের পরিমাণ ৫.৩ শতাংশ আর শহরে ছিল ৭.৮ শতাংশ।