রাহুল গান্ধি এবং ওই উবার চালককে রাস্তার উপরে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী লকডাউনের কারণে আটকা পড়া অভিবাসীদের সঙ্গে আলাপ আলোচনার পরে এবার উবার চালকের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে খোলাখুলি কথা বললেন রাহুল গান্ধি। কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার সকালে জানিয়েছেন যে ওই উবার চালক এবং তার মতোই আরও অনেকে যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেসব নিয়ে চালক পরমানন্দের সঙ্গে তাঁর ‘দুর্দান্ত কথাবার্তা' হয়েছে। কেরলের ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ দু'মাস আগে লকডাউন শুরু হওয়ার পর থেকেই এই মহামারী মোকাবিলায় কেন্দ্র সরকারের নিয়মিত সমালোচনা করে এসেছেন। কংগ্রেস সাংসদ ইনস্টাগ্রামে লিখেছেন, “দিল্লির একজন উবার চালক পরমানন্দের সঙ্গে তাঁর ও তাঁর মতো আরও অনেকে যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে ভোরবেলা একটি দুর্দান্ত কথোপকথন। #lockdown #covid19 #india (sic)” । রাহুল গান্ধির ইনস্টা অ্যাকাউন্টে প্রায় ১ মিলিয়ন ফলোয়ার রয়েছেন।
ছবিটি একটি দোকানের সামনে তোলা হয়েছে। রাহুল গান্ধি এবং ওই উবার চালককে রাস্তার উপরে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। রাহুল গান্ধির পরণে চির পরিচিত স্নিকার্স সহ সাদা কুর্তা পাজামা।
বহুজাতিক অ্যাপ ক্যাব সংস্থা উবার গত কয়েক সপ্তাহে কয়েক হাজার কর্মসংস্থান ছাঁটাই করেছে কারণ করোনাভাইরাসের কারণে কমেছে ক্যাব পরিষেবা, ফলত কমেছে লাভ। দিল্লিতে, লকডাউনের মধ্যে প্রায় দুই মাস পর গত সপ্তাহে উবার পরিষেবা আবার শুরু করা হয়েছে।
শনিবার রাহুল গান্ধি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাঁকে হরিয়ানা থেকে আগত একদল অভিবাসীর সঙ্গে কথা বলতে দেখা যায়। গত সপ্তাহে, রাহুল গান্ধি দক্ষিণ-পূর্ব দিল্লির সুখদেব বিহার ফ্লাইওভারের কাছে আশ্রয় শিবিরে থাকা অভিবাসীদের সঙ্গে দেখা করতেও যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকে পড়া শ্রমিক ও দরিদ্র কৃষকদের নগদ টাকা স্থানান্তরের পক্ষে সওয়াল করে সরকারের ২০ লক্ষ কোটি টাকার করোনাভাইরাস প্যাকেজ ‘পুনর্বিবেচনা' করার আহ্বানও জানান কংগ্রেস নেতা।
দিল্লির ওই ফ্লাইওভারে শিবির স্থাপনকারী অভিবাসী শ্রমিকদের সঙ্গে দেখা করার ঘটনাটিকে অবশ্য পরের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘নাটকবাজি' বলে কটাক্ষ করেছিলেন এবং বলেছিলেন যে করোনাভাইরাস লকডাউনের কারণে কংগ্রেসকে ‘আরও বেশি দায়িত্বশীল' হতে হবে।