Read in English
This Article is From Jan 03, 2019

রাহুল গান্ধী 'জরুরি অবস্থার স্বৈরাচারীর নাতি', ট্যুইট করে কটাক্ষ জেটলির

রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণের সময় ১ জানুয়ারি এএনআই এডিটর স্মিতা প্রকাশকে দেওয়া সাক্ষাতকারের প্রসঙ্গ তুলে ধরেছিলেন রাহুল গান্ধী।

Advertisement
অল ইন্ডিয়া

জেটলি বলেন, একজন সাংবাদিককে আক্রমণ এবং ভয় দেখাচ্ছেন রাহুল গান্ধী

নিউ দিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতকার নিয়েছিলেন একজন শান্ত, নমনীয় সাংবাদিক, কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার সকালে একটি ট্যুইট করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রীর খাজাঞ্চি। রাহুল গান্ধীকে 'জরুরি অবস্থার স্বৈরাচারীর নাতি' বলে কটাক্ষ করেন তিনি।

এদিন সকালে ট্যুইট করে অরুণ জেটলি বলেন, "নিজের আসল ডিএনএ প্রকাশ করেছেন 'জরুরি অবস্থার স্বৈরাচারীর নাতি', একজন সাংবাদিককে আক্রমণ এবং ভয় দেখাচ্ছেন"।

রাফাল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে গত ১ জানুয়ারি এএনআই এডিটর স্মিতা প্রকাশকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেছিলেন কংগ্রেস সভাপতি তথা  সাংসদ রাহুল গান্ধী।

Advertisement

 

 

রাফাল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে গত ১ জানুয়ারি এএনআই এডিটর স্মিতা প্রকাশকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেছিলেন কংগ্রেস সভাপতি তথা  সাংসদ রাহুল গান্ধী।
"এখানে এসে আপনাদের সামনে বসার মতো সাহস নেই তাঁর (মোদি)। আমি এখানে আসি, আমরা আমাকে যে কোনও প্রশ্ন করতে পারেন।আপনারা দেখেছেন, সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রধানমন্ত্রী....একজন সাংবাদিক নিজেই প্রশ্ন এবং উত্তর করছিলেন"।

Advertisement

সংসদে এর আগেও রাফাল বিতর্কের সময় সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনেছেন রাহুল গান্ধী। তাঁর মন্তব্য "প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারের দেড়ঘন্টা কথা বলতে পারেন, অথচ রাফাল নিয়ে মূল কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারেন না"।

ট্যুইট করে রাহুল গান্ধীর এই  মন্তব্যকে অত্যন্ত সস্তা বলেছেন স্মিতা প্রকাশ।

Advertisement

 


 স্মিতা প্রকাশকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ জাার্নালিস্ট।  

Advertisement