Read in English தமிழில் படிக்க
This Article is From Oct 13, 2018

হ্যাল-এর কর্মচারীদের সঙ্গে দেখা করে 'রাফাল' নিয়ে আলোচনা রাহুল গান্ধীর

রাহুল গান্ধী আজ হিন্দুস্তান এয়ারোনোটিক্স লিমিটেড (হ্যাল)-এর কর্মচারীদের সঙ্গে দেখা করলেন।

Advertisement
অল ইন্ডিয়া Translated By (with inputs from PTI)

রাফাল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল।

Highlights

  • বেঙ্গালুরুতে হ্যালের সদর দফতরে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলেন রাহুল
  • হ্যাল'কে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন রাহুল
  • অনিল আম্বানিকে 'উপহার' দেওয়া হয়েছে রাফাল চুক্তিটি
বেঙ্গালুরু:

রাহুল গান্ধী আজ হিন্দুস্তান এয়ারোনোটিক্স লিমিটেড (হ্যাল)-এর কর্মচারীদের সঙ্গে দেখা করলেন। রাফাল নিয়ে একের পর এক বিতর্কের মাঝে কংগ্রেস সভাপতির হ্যালের কর্মচারীদের সঙ্গে এই সাক্ষাৎ করার বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে ওয়াকিবহালমহল। “আমি এখানে বক্তৃতা দিতে আসিনি। আমি এখানে এসেছি আপনাদের কথা শুনতে”, হ্যালের কর্মচারীদের সঙ্গে আলাপচারিতার শুরুতেই এই কথা বলেন রাহুল। বর্তমানে ওই সংস্থার কর্মচারীদের মতোই হ্যালের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ওই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন। “স্বাধীনতার সময় ভারত কয়েক কৌশলগত সম্পত্তির নির্মাণ করেছিল। উচ্চশিক্ষার মধ্যে যেমন ছিল আইআইটি, তেমনই মহাকাশে ভারতের অগ্রণী ভূমিকা নেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছিল হ্যাল”, বলেন রাহুল গান্ধী।

তিনি আরও বলেন, “এই দেশ নিজের রক্ষাকর্তা হিসেবে আপনাদের গুরুত্ব দেয়। আপনারা এই দেশের মহান দৃষ্টিভঙ্গির এক জরুরি অংশ ছিলেন। বারাক ওবামা যখন বলেছিলেন, ভারত এবং চিন হল এই বিশ্বের দুটি দেশ যারা আমেরিকার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। এই কথাটা তিনি বলেছিলেন আপনাদের জন্যই”।

রাফাল চুক্তি নিয়ে হ্যালের কর্মচারীদের মনোভাব কী, তাও জানতে চান রাহুল গান্ধী ওই আলোচনায়।  

Advertisement

 


 

Advertisement