This Article is From Aug 12, 2020

"মোদি হ্যায় তো মুমকিন হ্যায়", নারায়ণমূর্তির জিডিপি শঙ্কাকে উসকে খোঁচা রাহুলের

তাঁর আরও দাবি, "বিশ্ব মন্দা পরিলক্ষিত  বিশ্ব জিডিপি তলানিতে। বিশ্ব সফরও উধাও। বিশ্বব্যাপী জিডিপি সঙ্কোচন ৫%-১০% পর্যন্ত হওয়ার সম্ভাবনা।"

অর্থনীতির বেহাল দশা নিয়ে নিয়মিত সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধি

নয়াদিল্লি:

সম্প্রতি ইনফোসিস কর্ণধার নারায়ণমূর্তি (Infosysy founder on Indian GDP) জিডিপি প্রশ্নে উদ্বেগের কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, "স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের আর্থিক বৃদ্ধি (GDP) সর্বনিম্ন হতে পারে।" আর ভারতীয় এই উদ্যোগপতির আশঙ্কাকে হাতিয়ার করে আসরে কংগ্রেস। দলের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on PM Modi) বিজেপিরই প্রচারবার্তা মোদি হ্যায় তো, মুমকিন হ্যায়'কে হাতিয়ার করে আক্রমণ করেছেন। এদিন তিনি টুইট করে এই আক্রমণ করেন। সোমবার নারায়ণমূর্তি (Industrialist Narayanmurthy) বলেছেন, "দেশের অর্থনীতি ১৯৪৭-এর পর থেকে সর্বনিম্ন হতে পারে। তাই সরকারের উচিত আর্থিক সংস্কার করে সঠিক দিশা দেখানো। যাতে আম আদমি জীবন নির্বাহ দুষ্কর না হয়।" তাঁর মন্তব্য, "ভারতের জিডিপি অন্তত ৫% সঙ্কুচিত হবে। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সর্বনিম্ন কমবে আর্থিকবৃদ্ধি।"

তাঁর আরও দাবি, "বিশ্ব মন্দা পরিলক্ষিত  বিশ্ব জিডিপি তলানিতে। বিশ্ব সফরও উধাও। বিশ্বব্যাপী জিডিপি সঙ্কোচন ৫%-১০% পর্যন্ত হওয়ার সম্ভাবনা।"

.