এর আগে রাফাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তর্কে বসতে চান রাহুল।
হাইলাইটস
- কংগ্রেস ক্ষমতায় এলে রাফাল নিয়ে ফৌজদারি তদন্ত হবে" রাহুল
- লোকসভার বাইরে শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন
- প্রধানমন্ত্রী রাফাল বিতর্ক ছেড়ে পালিয়ে গিয়েছেন, কটাক্ষ কংগ্রেস সভাপতির
নিউ দিল্লি: কংগ্রেস ক্ষমতায় এলে রাফাল নিয়ে ফৌজদারি তদন্ত হবে। এমনই জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
লোকসভার বাইরে কথা বলার সময় শুক্রবার রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী রাফাল বিতর্ক ছেড়ে পালিয়ে গিয়েছেন। অর্থমন্ত্রী ভাষণ দিয়ে আমাকে আক্রমণ করছেন। কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছেন না।' এর আগে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের আগে মুখোমুখি বিতর্কে অংশ নেন দুই প্রার্থী। এবার প্রায় সেই একই বিষয়ের অবতারণা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাফাল যুদ্ধ বিমান নিয়ে বিতর্ক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান রাহুল। বলেন ২০ মিনিট তাঁর সঙ্গে আলোচনায় বসুন প্রধানমন্ত্রী। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর থেকে গত বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করার সময় এই দাবি করেন রাহুল। এর কয়েক ঘণ্টা আগে লোকসভায় দাঁড়িয়ে রাফাল প্রসঙ্গে সুর চড়ান রাহুল। পাল্টা তাঁকে নিশানা করেন জেটলি। কংগ্রেস কার্যালয় থেকে সেই সব প্রশ্নেরই উত্তর দেন রাহুল।
২ হাজারের নোট ছাপা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, বাজারে রয়েছে পর্যাপ্ত নোট: আধিকারিক
রাফাল বিমান
তাছাড়া এরই মধ্যে টুইটারে রাহুল একবার লেখেন আমি প্রধানমন্ত্রীর উদ্দেশে চারটে প্রশ্ন কতে চাই। কিন্তু দেখা যায় চারটের বদলে টুইটারে তিনটি প্রশ্ন রয়েছে। তবে ঘণ্টা কয়েক বাদে আবা টুইটারে সক্রিয় হন রাহুল। সেই তিন নম্বর প্রশ্ন নিয়ে ফেরেন তিনি। আর আগের বার কেন দেননি সেটাও ব্যাখ্যা করেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন গোয়ার মুখ্যমন্ত্রীর টেপ নিয়ে কথা বলা যাবে না। কিন্তু ওই প্রশ্ন নিয়ে সেটা নিয়েই। কিন্তু এখন সবাই জিজ্ঞেস করেছেন বলে সেই প্রশ্নটা সবার জন্য হাজির করছি।