This Article is From Apr 16, 2020

‘‘লকডাউন করোনা ভাইরাসকে হারাতে পারে না,’’: কেন্দ্রকে বার্তা রাহুল গান্ধির

রাহুল গান্ধি জানালেন, ‘‘লকডাউন করোনা ভাইরাসকে হারাতে পারে না, তাকে আটকে রাখে।’’ তিনি সরকারের কাছে আর্জি জানান, করোনা পরীক্ষা আরও বেশি করে করার জন্য। 

‘‘লকডাউন করোনা ভাইরাসকে হারাতে পারে না,’’: কেন্দ্রকে বার্তা রাহুল গান্ধির

কেবল লকডাউন করোনাকে হারাতে পারবে না বলে দাবি করলেন রাহুল গান্ধি।

করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে লড়তে লকডাউন কোনও সমাধান নয়। সরকারের উচিত আক্রমণাত্মক এবং কৌশলগতভাবে করোনার পরীক্ষা করা। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। তিনি বলেন, ‘‘লকডাউন কোনও ভাবেই করোনা ভাইরাসকে হারাতে পারে না। এটা কেবল ভাইরাসটাকে সামান্য সময়ের জন্য আটকে রাখতে পারে। একমাত্র যেভাবে এটা করা সম্ভব সেটা হল পরীক্ষার পরিমাণ বাড়ানো। এটাই সরকারের কাছে আমার পরামর্শ— পরীক্ষা করুন।'' এক ভিডিও বৈঠকে কংগ্রেস সাংসদ এভাবেই কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিলেন। তিনি বলেন, এই মুহূর্তে সরকার ভাইরাসটিকে তাড়া করছে। এতে কখনও ভারতে কোভিড-১৯ সংক্রমণের প্রকৃত ছবিটা পাওয়া যাবে না।

পিৎজা ডেলিভারি বয় করোনা পজিটিভ, কোয়ারান্টাইন করা হল ৭২ পরিবারকে

কেরলের ওয়ানাদের সাংসদ রাহুল আরও বলেন, ‘‘এই মুহূর্তে টেস্টিংয়ের পরিমাণ খুবই কম। আমি প্রস্তাব করছি টেস্টিং আরও বাড়ানোর জন্য। একটাই পরামর্শ সরকারকে, টেস্টিং করুন আক্রমমাত্মক ভাবে। টেস্টিংয়ের পরিমাণ বাড়ান এবং কৌশলগত ভাবে টেস্টিং করুন রাজ্যগুলিকে লড়াইয়ে সাহায্য করতে।''

তিনি আরও বলেন, সরকারের উচিত ন্যূনতম আর্থিক সাহায্য করার জন্য ন্যায় যোজনার মতো প্রকল্প চালু করা। তবে তাকে ন্যায় প্রকল্প বলে উল্লেখ করার দরকার নেই বলে জানান রাহুল গান্ধি। প্রসঙ্গত, এই প্রকল্পটি এর আগে চালু করার প্রস্তাব জান‌িয়েছিলেন রাহুল গান্ধি।

‘‘একে সমালোচনা হিসেবে ধরবেন না।'' অনুরোধ করেন রাহুল।

তিনি বলেন, ‘‘আমি অতীতে ফিরে যেতে চাই না। আমাদের একসঙ্গে লড়াই করা দরকার এবং এই ধরনের অভিযুক্ত করার খেলা থেকে বেরিয়ে আসতে হবে। তার পরিবর্তে আমাদের যা পুঁজি রয়েছে তাকে ব্যবহার করে রাজ্য ও জেলাগুলিকে সাহায্য করা দরকার।''

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘জীবন বাঁচাতে গিয়ে যেন আমরা অর্থনীতিটাকে ধ্বংস না করে ফেলি সেটাও আমাদের নিশ্চিত করতে হবে।''

রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যগুলির সঙ্গে আরও বিশদে কথা বলা প্রয়োজন। তিনি বলেন, ‘‘কিন্তু মোদিজির একটা ভিন্ন পদ্ধতি আছে কাজ করার এবং আমাদের সেই পদ্ধতিতেই কাজ করতে হবে।''

.