মোদীর ঘুম ভাঙিয়েছে কংগ্রেস, দাবি রাহুলের।
হাইলাইটস
- জিএসটি নিয়ে মোদীর নবতম সিদ্ধান্তের পর টুইট করলেন রাহুল
- ৯৯ শতাংশ পণ্যের ওপর ১৮ শতাংশ জিএসটি বসবে, জানান মোদী
- জিএসটিকে এর আগে মোদী কংগ্রেসের 'বিরাট নির্বোধ চিন্তা' বলে ব্যঙ্গ করেছিলেন
নিউ দিল্লি: মোদী ঘুমিয়ে আছেন বলে দু'দিন আগে দাবি করার পর রাহুল গান্ধী আজ জানালেন, তাঁর দল জিএসটি নিয়ে মোদীর ঘুম ভাঙাতে সমর্থ হয়েছে। এই জিএসটিকেই রাহুল গান্ধী এর আগে 'গব্বর সিং ট্যাক্স' বলে ডেকে ব্যঙ্গ করেছিলেন। আজ একটি টুইটের মাধ্যমে তিনি বলেন, "যে কর প্রক্রিয়াকে একসময় ব্যঙ্গ করে মোদী কংগ্রেসের 'গ্র্যান্ড স্টুপিড থট' বলেছিলেন, সেই একই জিনিস শেষমেশ তিনি কার্যকর করতে একপ্রকার বাধ্য হলেন! যাক! সব ভালো, যার শেষ ভালো! জানেনই তো মোদীজি"! তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের কয়েকদিন বাদেই মোদী গতকাল জিএসটির প্রক্রিয়াকে সহজতর করার সিদ্ধান্তের কথা জানান। এই করপ্রক্রিয়ায় যে চারটি স্তর রয়েছে, তা এতদিন বহু মানুষেরই বুঝতে সমস্যায় পড়তে হত।
দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেলেন স্কচ পুরস্কার
এই প্রক্রিয়াকে সহজতর করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "৯৯ শতাংশ পণ্যই এখন থেকে ১৮ শতাংশের স্তরে থাকবে। ১৮ শতাংশের বেশি জিএসটি দিতে হবে না এইসব পণ্যগুলির ক্ষেত্রে এখন থেকে"৷