This Article is From Apr 13, 2020

সংক্রমণ প্রভাবে দুর্বল হবে দেশীয় সংস্থা! অধিগ্রহণ করবে বিদেশি সংস্থা: রাহুল গান্ধি

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি রবিবার বলেছেন, "করোনা সংক্রমণের জেরে মন্দার মুখে পড়বে দেশীয় সংস্থাগুলো। ফলে সেই ফাঁকে বাড়বাড়ন্ত ,হবে বিদেশি সংস্থাগুলোর।

সংক্রমণ প্রভাবে দুর্বল হবে দেশীয় সংস্থা! অধিগ্রহণ করবে বিদেশি সংস্থা: রাহুল গান্ধি

সংক্রমণের জেরে জারি হওয়া লকডাউনে প্রভাবিত হবে অর্থনীতি। ইঙ্গিত দিয়েছে একাধিক সংস্থা।

নয়া দিল্লি:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি রবিবার বলেছেন, "করোনা সংক্রমণের জেরে মন্দার মুখে পড়বে দেশীয় সংস্থাগুলো। ফলে সেই ফাঁকে বাড়বাড়ন্ত ,হবে বিদেশি সংস্থাগুলোর। অধিগ্রহণ করা হতে পারে কিছু দেশীয় সংস্থা। এই অধিগ্রহণের হাত থেকে বাঁচাতে হবে দেশীয় সংস্থাগুলোকে।" 

দেখে নিন সেই টুইট:

এদিন আবার এইচডিএফসি ব্যাঙ্কের ১.০১% শেয়ার কিনেছে পিপলস ব্যাঙ্কল অফ চিন। 

অপরদিকে, শ্রম আইনে তড়িঘড়ি সংশোধন আনতে অর্ডিন্যান্সের  পথে হাঁটতে চলেছে কেন্দ্র। করোনা সংক্রমণের  আগে এই আইনে সংশোধনী সংক্রান্ত বিল সংসদে পাস হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে সংক্রমণ ও লকডাউনের  জেরে সেই বিল দিনের আলো দেখেনি। এবার এই সংশোধনীকে আইনে পরিণত করতে অর্ডিন্যান্স জারি করতে চলেছে শ্রম মন্ত্রক। এমনটাই খবর মন্ত্রক সুত্রে। জানা গিয়েছে, এই বিলে মূল ৩টি সংশোধনী আছে। ১. ন্যূনতম পারিশ্রমিক বিধি, ২. বোনাস ৩. সমান পারিশ্রমিক বণ্টন। এই সংশোধনীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিসর আছে সামাজিক নিরাপত্তা বিধি। এই বিধিতে প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন সুবিধা আর বিমার পরিসরে জুড়ে দেওয়া হয়েছে।

.