Read in English
This Article is From Jun 12, 2020

"ইন্দো-মার্কিন সহিষ্ণুতার ডিএনএ উধাও হয়ে গিয়েছে": প্রাক্তন ইউএস আমলাকে বললেন রাহুল গান্ধি

করোনা সংক্রমণ কীভাবে গোটা বিশ্বকে প্রভাবিত করেছে, এই সংক্রান্ত আলোচনায় এদিন অনলাইনে বৈঠক করেন রাহুল-বার্নস

Advertisement
অল ইন্ডিয়া Edited by

ইন্দো-চিন সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।

Highlights

  • ইন্দো-মার্কিন সহিষ্ণুতার ডিএনএ উধাও হয়ে গিয়েছে
  • শুক্রবার দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি
  • নিকোলাস বার্নস; প্রাক্তন মার্কিন আমলার সঙ্গে এদিন অনলাইনে বৈঠক করেন তিনি
নয়াদিল্লি :

ভারত আর আমেরিকা যুক্তরাষ্ট্র (Indo-US tolerant country) একসময় সহিষ্ণু দেশ হিসেবে সর্বজনবিদিত ছিল। কিন্তু এই দুই দেশের সহিষ্ণুতার ডিএনএ উধাও হয়ে গিয়েছে। শুক্রবার প্রাক্তন মার্কিন কূটনীতিবিদ (Ex-US diplomat) নিকোলাস বার্নসের সামনে এই দাবি করলিন রাহুল গান্ধি। করোনা সংক্রমণ কীভাবে গোটা বিশ্বকে প্রভাবিত করেছে, এই সংক্রান্ত আলোচনায় এদিন অনলাইনে বৈঠক করেন রাহুল-বার্নস। সেই বৈঠকের মধ্যেই এমন মন্তব্য করেন কংগ্রেস সাংসদ (Rahul Gandhi on intolerance)। এই বৈঠকে কংগ্রেস সাংসদ ইন্দো-ইউএস বর্তমান সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন। সেই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন; "আগে ইন্দো-ইউএস দ্বিপাক্ষিক সম্পর্ক বৃহত্তর স্বার্থে বাঁধা ছিল। কিন্তু এখন শুধুই প্রতিরক্ষা নির্ভর সম্পর্ক।" তাঁর যুক্তি; "আমাদের সম্পর্ক অটুট; কারণ দু'জনেই সহিষ্ণু রাষ্ট্র। আপনি উল্লেখ করলেন ইউএস অভিবাসীদের দেশ। আমরাও সহিষ্ণু দেশ।" এই আলোচনাচক্রের ভিডিও এদিন জাতীয় কংগ্রেস তাদের সরকারি টুইটার পেজে পোস্ট করেছে।

আমেরিকা জুড়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ। সেই আবহ বিশ্লেষণ করতে গিয়ে রাহুল গান্ধি বলেছেন; "আগে আমরা নতুন ভাবনা গ্রহণ করতাম। আমরা উদার ছিলাম। কিন্তু সেই উদারতার ডিএনএ হারিয়ে গিয়েছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি সেই সহিষ্ণু পরিবেশ আর খুঁজে পাই না। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত; কোথাও সেই পরিবেশ নেই।" বিজেপির নাম না করে তাঁর কটাক্ষ; "আমেরিকায় যারা আফ্রিকান-আমেরিকান বিভাজন করেন আর ভারতে যাঁরা হিন্দু মুসলিম করেন, তারা দেশকে দুর্বল করে। তারাই নিজেদের জাতীয়তাবাদী বলে।"

Advertisement


 

Advertisement