ডোনাল্ড ট্রাম্পের দাবির পরে মঙ্গলবার টুইট করলেন রাহুল গান্ধি।
হাইলাইটস
- ট্রাম্পের দাবি, তাঁকে কাশ্মীরের ব্যাপারে মধ্যস্থতা করতে বলেছিলেন মোদি
- এই দাবিকে নস্যাৎ করেছেন বিদেশ মন্ত্রী
- মঙ্গলবার সত্যিটা জানতে চেয়ে টুইট করলেন রাহুল গান্ধি
নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবির পরে মঙ্গলবার টুইট করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। সেই টুইটে তিনি দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেশকে গোপন সত্যিটা জানানো উচিত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর সঙ্গে মোদির বৈঠকের সময় প্রধানমন্ত্রী তাঁকে কাশ্মীর সমস্যার ব্যাপারে মধ্যস্থতা করতে বলেছিলেন। এর পরই গত মাসে কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়া রাহুল গান্ধি মঙ্গলবার টুইট করেন, ‘‘রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন প্রধানমন্ত্রী মোদি তাঁকে বলেছিলেন কাশ্মীরের ব্যাপারে ভারত ও পাকিস্তানের মধ্যস্থতা করতে। যদি সত্যি হয়, তাহলে মোদি দেশের স্বার্থ এবং ১৯৭২ সিমলা চুক্তির সঙ্গে প্রতারণা করেছেন। বিদেশ মন্ত্রকের তরফে একটি দুর্বল প্রত্যাখ্যান কেবল নয়। প্রধানমন্ত্রীকে অবশ্যই দেশকে বলতে হবে কোন গোপন কথা হয়েছিল তাঁর এবং ট্রাম্পের মধ্যে।''
মঙ্গলবারই সংসদে কংগ্রেস এ ব্যাপারে মোদির কাছ থেকে ব্যাখ্যা দাবি করবে।
প্রধানমন্ত্রী মোদি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার জন্যে আমেরিকাকে বলেনি, সাফ জানাল ভারত
সোমবার ইমরান খানকে পাশে বসিয়ে ওভাল অফিস থেকে বলেন, ‘‘দু'সপ্তাহ আগে আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলাম। এবং আমরা এই বিষয়ে কথা বলছিলাম। এবং তিনি বলেছিলেন, আপনি কি মধ্যস্থতাকারী হতে চান নাকি বিচারক? আমি বললাম, কোথায়? তিনি বললেন, কাশ্মীর।''
ট্রাম্প আরও বলেন, ‘‘আমি মনে করে ওঁরা চাইছেন বিষয়টির সমাধান হোক। আমি মনে করি আপনাদের এটা সমাধানের চেষ্টা করা উচিত। এবং যদি আমাকে সাহায্য করতে বলা হয়, আমি মধ্যস্থতাকারী হতে পছন্দ করব।''
ট্রাম্পের এহেন দাবিকে নস্যাৎ করে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রী উভয় কক্ষে একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আমি এটা রেকর্ড হিসেবে বলতে চাই কোন অনুরোধ (কাশ্মীরের বিষয়ে) করা হয়নি প্রধানমন্ত্রীর তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত বিষয় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবেই ছিল এবং থাকবে।''
তিনি আরও বলেন, ‘‘আমি পুনরাবৃত্তি করতে চাই পাকিস্তানের সঙ্গে সমস্ত সংযোগ একমাত্র দ্বিপাক্ষিকই হবে। আমি এটাও পুনরাবৃত্তি করতে চাই যে সেই দ্বিপাক্ষিক কথাবার্তা তখনই চালানো সম্ভব যখন পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস চালানো বন্ধ করবে।''
কেবলই রাহুলই নন, অন্য কংগ্রেস নেতারাও মঙ্গলবার সকালে টুইট করেছেন এই বিষয়ে।
কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালা সোমবা ইমরানের সঙ্গে যুগ্ম সাংবাদিক সম্মেলনটির পূর্ণ প্রতিলিপি সহ টুইট করে লেখেন, ‘‘এখন, হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী মোদি তাঁকে কাশ্মীরের ব্যাপারে মধ্যস্থতা করতে বলেছিলেন। কখন আমাদের প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠবেন এবং এটিকে মিথ্যা বলবেন যদি ট্রাম্প মিথ্যাই বলে থাকেন? নাকি মোদি সত্যিই ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতা করতে বলেছিলেন?''
কংগ্রেস সাংসদ শশী থারুর অবশ্য ট্রাম্পকেই দায়ী করছেন। তাঁর মতে, ট্রাম্প জানেনই না, তিনি কী বলছেন। তিনি এও বলেন, ‘‘মনে হচ্ছে ওঁকে ঠিকমতো করে ব্যাখ্যাও করা হয়নি।'' তিনি আরও বলেন, ‘‘এটা অসম্ভব যে প্রধানমন্ত্রী মোদি এমন কথা বলবেন। আমাদের নীতি সব সময়ই মধ্যস্থতার বিরুদ্ধে।''