This Article is From Dec 13, 2019

‘‘প্রধানমন্ত্রী ক্ষমা চান’’: ‘রেপ ইন ইন্ডিয়া’বিতর্কে টুইটে দাবি রাহুল গান্ধির

রাহুল গান্ধি বলেন, ‘‘আমার ফোনে একটি ক্লিপ রয়েছে, সেখানে আপনারা শুনতে পাবেন মোদি দিল্লিকে ‘ধর্ষণ রাজধানী’ বলছেন। আমি এটা টুইটারে পোস্ট করব।’’

‘‘প্রধানমন্ত্রী ক্ষমা চান’’: ‘রেপ ইন ইন্ডিয়া’বিতর্কে টুইটে দাবি রাহুল গান্ধির

সংসদে বিজেপির সমালোচনার উত্তর তিনি দেবেন না জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধি।

নয়াদিল্লি:

নির্বাচনি সভায় তাঁর করা ‘‘রেপ ইন ইন্ডিয়া'' (Rape In India) মন্তব্যের প্রতিবাদে শুক্রবার সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিজেপির আক্রমণের মুখে পড়তে হল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi)। রাহুলকে ক্ষমা চাইতে বলেছে বিজেপি। এই পরিস্থিতিতে রাহুল জানিয়ে দিলেন তিনি ক্ষমা চাইবেন না। পাশাপাশি তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ক্ষমা চাইতে হবে। সংসদে বিজেপির সমালোচনার উত্তর তিনি দেবেন না জানিয়ে রাহুল গান্ধি বলেন, ‘‘আমি কখনওই এই মানুষগুলির কাছে ক্ষমা চাইব না।'' ৪৯ বছরের রাহুল গান্ধির দাবি, নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল উত্তর-পূর্ব বিশেষ করে অসমের দিক থেকে সাধারণের নজর সরাতেই তাঁকে এভাবে আক্রমণ করেছে সরকার।

রাহুল গান্ধি সাংবাদিকদের বলেন ও পরে টুইট করেও জানান, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তিনি দাবি করেন, ‘‘উত্তর-পূর্বে আগুন জ্বালানোর জন্য, ভারতের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এবং তাঁর ভাষণে দিল্লিকে ভারতের ‘ধর্ষণ রাজধানী' বলার জন্য'' ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংসদের বাইরে রাহুল গান্ধি বলেন, ‘‘আমার ফোনে একটি ক্লিপ রয়েছে, সেখানে আপনারা শুনতে পাবেন মোদি দিল্লিকে ‘ধর্ষণ রাজধানী' বলছেন। আমি এটা টুইটারে পোস্ট করব। সকলেই দেখতে পাবেন। মূল বিষয় হল মোদি ও অমিত শাহ উত্তর-পূর্বকে জ্বালিয়ে দিয়েছেন। ওঁরা আমার সম্পর্কে এসব বলছেন এর থেকে নজর সরানোর জন্য।''

ঝাড়খণ্ডে বৃহস্পতিবার বিজেপির বিরোধিতা করতে গিয়ে রাহুল বলেন, ‘‘নরেন্দ্র মোদি বলেছেন ‘মেক ইন ইন্ডিয়া' কিন্তু এখন যেখানেই তাকাবেন ‘রেপ ইন ইন্ডিয়া'।'' তিনি বলেন, ‘‘আমাকে ব্যাখ্যা করতে দিন। আমি বলেছি প্রধানমন্ত্রী কথা বলে চলেছেন ‘মেক ইন ইন্ডিয়া' নিয়ে। সুতরাং যখন কেউ খবরের কাগজ খোলেন তিনি আশা করেন এই সংক্রান্ত কোনও খবর দেখবেন। কিন্তু কাগজ খুললে আমরা কী দেখতে পাই? আমরা দেখি বহু ধর্ষণের মামলা।''

যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানকার পরিস্থিতি সবচেয়ে খারাপ, এই দাবি করেন রাহুল। তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশের উন্নাওয়ে অধুনা বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার অভিযুক্ত হয়েছেন এক কিশোরী ধর্ষণ ও তাকে হত্যার চেষ্টার অভিযোগে।

রাহুল গান্ধি বলেন, ‘‘মোদি কোনও শব্দ ব্যবহার করেন না। তিনি হিংসাকে ব্যবহার করেন। মহিলাদের বিরুদ্ধে হিংসা, উত্তর-পূর্বে হিংসা, কাশ্মীরে হিংসা।''

রাহুল গান্ধি জানান আরবিআইয়ের প্রাক্তন গভর্নর ও অর্থনীতিবিদ রঘুরাম রাজন তাঁকে কী বলেচেন। তিনি বলেন, ‘‘আমাদের বৃহত্তম শক্তি হল অর্থনীতি। রঘুরাম রাজনের সঙ্গে সম্প্রতি আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাকে বলেছেন, আমেরিকা, ইউরোপে কেউ ভারতকে নিয়ে কথা বলছে না। কেউ অর্থনীতি নিয়ে কথা বলছে না। হিংসা, বিভাজন নিয়ে কথা হচ্ছে। আমাদের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। মোদিকে উত্তর দিতে কেন ভাবমূর্তি নষ্ট হল। কেন এত বেকারত্ব।''

দেখুন ভিডিওটি

.