Read in English
This Article is From Mar 14, 2019

"নরেন্দ্র...ও না, নীরব মোদী", চেন্নাইয়ের কলেজ মাতিয়ে দিলেন রাহুল গান্ধী

চেন্নাইয়ের কলেজে প্রশ্নোত্তর সেশনের জন্য এসে পড়ুুয়াদের একেবারে মাতিয়ে রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার মধ্যে, নীরব মোদী ও নরেন্দ্র মোদী নিয়ে তাঁর একটি সামান্য কথার এদিক-ওদিকই মন জয় করে নিল অল্পবয়সী পড়ুয়াদের।

Advertisement
অল ইন্ডিয়া
চেন্নাই:

বুধবার চেন্নাইয়ের কলেজে প্রশ্নোত্তর সেশনের জন্য এসে পড়ুুয়াদের একেবারে মাতিয়ে রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার মধ্যে, নীরব মোদী ও নরেন্দ্র মোদী নিয়ে তাঁর একটি সামান্য কথার এদিক-ওদিকই মন জয় করে নিল অল্পবয়সী পড়ুয়াদের। তিনি বলেন, "আমরা চাই, দেশের ১৫-১৬ জন দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদ, যেমন নরেন্দ্র...না, নরেন্দ্র নয়, নীরব মোদী..." বলেই মুচকি হাসেন। তারপরই হাততালিতে ফেটে পড়ে দর্শকাসনে থাকা পড়ুয়ারা।

আরও পড়ুনঃ কর্নাটকে ২০'টি আসনে লড়বে কংগ্রেস, ৮'টি তে লড়বে জনতা দল সেকুলার

বুধবার চেন্নাইতে পড়ুয়াদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনে (Interactive session) এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) গত বছরের ভারতীয় রাজনীতির অন্যতম স্মরণীয় মুহূর্তটি প্রসঙ্গে বলেন, ওই দিন সংসদ কক্ষে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এতটাই 'রেগে ছিলেন' যে তিনি এই পৃথিবীর সৌন্দর্যটাই দেখতে পারছিলেন না। সে কারণেই সংসদে তিনি নরেন্দ্র মোদীকে ওইভাবে আলিঙ্গন করেছিলেন। সংসদ ভবনে গত বছর জুলাইয়ে অনাস্থা প্রস্তাবের সময় তৈরি হওয়া সেই বহু চর্চিত মুহূর্তটি প্রসঙ্গে রাহুল বলেন, "আমি দেখতে পারছিলাম যে, প্রধানমন্ত্রী অত্যন্ত রেগে আমার ব্যাপারে কথা বলছেন। তিনি বলছিলেন, কংগ্রেস পার্টির সম্বন্ধেও। আমরা এতদিন কী কী কাজ করতে পারিনি, আমরা কতটা খারাপ, ইত্যাদি... তিনি বলছিলেন, আমার বাবা (রাজীব গান্ধী) কতটা খারাপ মানুষ, আমার মা (সোনিয়া গান্ধী) কতটা খারাপ মানুষ... এইসবই তো বলে যাচ্ছিলেন তিনি"।

Advertisement

"আমার ওই সময় তাঁর জন্য খারাপ লাগছিল। আমার খারাপ লাগছিল এই কথা ভেবে যে, এই মানুষটির চোখে এই বিশ্বের কোনও সৌন্দর্যই ধরা পড়ছে না। উনি এত রেগে থাকলে কী করেই বা সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন। তাই আমি ভেবেছিলাম, অন্তত আমার দিক থেকে তাঁকে  কিছুটা অনুরাগ তো দিতে পারি। তাই ওই আলিঙ্গন", বলেন রাহুল।

Advertisement