আটকে থাকা যাত্রীদের চা ও বিস্কুট বিতরণ করল রেলপুলিশ
হাইলাইটস
- হাওড়া স্টেশনে আটকে পড়েছেন প্রায় ৩৭৫ জন যাত্রী
- আটকে থাকা যাত্রীদের চা ও বিস্কুট বিতরণ করল রেলপুলিশ
- মঙ্গলবার রাজ্যে আরও দু’জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে
করোনা (Coronavirus) আতঙ্কে প্রায় গোটা দেশজুড়ে লকডাউন। বন্ধ রেল চলাচল। রাস্তাঘাট শুনশান। এই অবস্থায় রেলপুলিশের মানবিক মুখের সাক্ষী হল হাওড়া স্টেশন (Howrah Railway Station)। সেখানে আটকে পড়েছেন প্রায় ৩৭৫ জন যাত্রী। সেই আটকে থাকা যাত্রীদের চা ও বিস্কুট বিতরণ করল তারা। ডিভিশনার রেলওয়ে ম্যানেজার ইশক খান বলেন, ‘‘ওঁদের গন্তব্যের নিকটতম জেলায় পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হচ্ছে।''
সোমবার বিকেল থেকেই রাজ্যে লকডাউন। তার আগেই বন্ধ হয়েছিল ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে দ্রুত বাড়ি ফিরতে মানুষ ভিড় জমিয়েছিলেন বাস ডিপোতে। বিশেষ করে নির্মাণকর্মী ও শ্র্মিকদের ভিড় ছিল বিপুল পরিমাণে। বাসে জায়গা করে নিতে কার্যত ধাক্কাধাক্কি করতে থাকেন তাঁরা। যেহেতু বাসের পরিমাণও কম, তাই ভিড়ের অসহায়তা ছিল আরও বেশি।
এদিকে মঙ্গলবার রাজ্যে আরও দু'জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে একজন ব্রিটেন এবং অন্য জন মিশর থেকে দেশে ফিরেছিলেন।
এদিকে সোমবারই রাজ্যে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তি দমদম এলাকার বাসিন্দা, সরকারের তৎপরতায় তাঁর শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে। এদিকে স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণীর অবস্থাও আশঙ্কাজনক। সোমবার বিকেল থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে তাঁর। আক্রান্তদের পরিবারের সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। গোটা বিশ্বে আক্রান্ত ৩ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪,০০০।