This Article is From Oct 03, 2018

RRB Group D Admit Card 2018: 4 অক্টোবরের পরীক্ষার জন্য এভাবে ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড

RRB Group D Admit Card 4 অক্টোবর যে প্রার্থীদের পরীক্ষা আছে তাঁরা নিজেদের অঞ্চলের আরআরবি ওয়েবসাইট পরিদর্শন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।

RRB Group D Admit Card 2018: 4 অক্টোবরের পরীক্ষার জন্য এভাবে ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড

Railway Admit Card: এভাবে ডাউনলোড করুন

হাইলাইটস

  • প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা হচ্ছে
  • ডিসেম্বর অব্দি চলবে পরীক্ষা
  • গ্রুপ ডি-এর 62 হাজার 907 টি পদে নিয়োগ হবে
নিউ দিল্লি:

রেলওয়ে নিয়োগ বোর্ড গ্রুপ ডি পরীক্ষা (RRB Group D) নিয়ে চলেছে দেশ জুড়ে। 4 অক্টোবর যে প্রার্থীদের পরীক্ষা আছে তাঁরা নিজেদের অঞ্চলের আরআরবি ওয়েবসাইট পরিদর্শন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। গ্রুপ ডি-র পরীক্ষা প্রতিদিন তিনটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা ডিসেম্বর পর্যন্ত চলবে। 16 অক্টোবর পরে যে প্রার্থীদের পরীক্ষা রয়েছে তাঁরা পরীক্ষার তারিখ, কেন্দ্র এবং শিফট সংক্রান্ত তথ্য 5 অক্টোবর জানতে পারবেন। বহু বছর পর রেলপথ এত বড় ভাবে পরীক্ষার আয়োজন করেছে। 1.90 কোটি আবেদনকারী গ্রুপ ডি-এর 62 হাজার 907 টি পদে আবেদন করেছে।

 

আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড যেমনভাবে ডাউনলোড করবেন-

ধাপ 1: প্রার্থীরা তাদের অঞ্চলের আরআরবি ওয়েবসাইট পরিদর্শন করুন।

ধাপ ২: হোমপেজে Click Here to Download Admit Card-এ ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

ধাপ 3: প্রার্থী তাঁর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন।

ধাপ 4: আপনার অ্যাডমিট কার্ড পর্দায় আসবে। এবার আপনি এটি ডাউনলোড করতে পারবেন।

ধাপ 5: ভবিষ্যতের জন্য আপনার অ্যাডমিট কার্ডে প্রিন্ট আউট নিয়ে নিন।

 

প্রার্থীরা নীচের ওয়েবসাইটগুলিতে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।

 

আরআরবি গুয়াহাটি (www.rrbguwahati.gov.in)

আরআরবি জম্মু (www.rrbjammu.nic.in)

আরআরবি কলকাতা (www.rrbkolkata.gov.in)

আরআরবি মালদা (www.rrbmalda.gov.in)

আরআরবি মুম্বাই (www.rrbmumbai.gov.in)

আরআরবি মুজাফফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)

আরআরবি পাটনা (www.rrbpatna.gov.in)

আরআরবি রাঁচি (rrbranchi.gov.in)

আরআরবি সিকান্দারাবাদ (rrbsecunderabad.nic.in)

আরআরবি আহমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)

আরআরবি আজমের (rrbajmer.gov.in)

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in)

আরআরবি ব্যাঙ্গালোর (rrbbnc.gov.in)

আরআরবি ভোপাল (www.rrbbpl.nic.in)

আরআরবি ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)

আরআরবি বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)

আরআরবি চণ্ডীগড় (www.rrbcdg.gov.in)

আরআরবি চেন্নাই (www.rrbchennai.gov.in)

আরআরবি গোরখপুর (www.rrbguwahati.gov.in)

আরআরবি শিলিগুড়ি (www.rrbsiliguri.org)



VIDEO:

.