RRB Result 2019: ২৮ শে ফেব্রুয়ারি-র মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে
হাইলাইটস
- পরীক্ষার ফলাফল (RRB Result) ফেব্রূয়ারিতেই প্রকাশিত হতে চলেছে
- ২-৩ দিন আগে একটা নোটিফিকেশন প্রকাশ করা হবে
- পরীক্ষায় ১ কোটি ১৭ লক্ষ প্রার্থী অংশ গ্রহণ করেছিল
নিউ দিল্লি: আরআরবি গ্রূপ ডি (RRB Group D) -এর পরীক্ষার ফলাফল (RRB Result) ফেব্রূয়ারিতেই প্রকাশিত হতে চলেছে। আরআরবি-র উচ্চপদস্থ আধিকারিক NDTV -কে জানিয়েছে যে, ''গ্রূপ ডি-এর রেজাল্ট প্রকাশিত হতে সময় লাগছে ঠিকই কিন্তু আমরা এই ফেব্রূয়ারিতেই রেজাল্ট প্রকাশের চেষ্টা করছি (RRB Result 2019), ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। রেজাল্ট প্রকাশিত করার ২-৩ দিন আগে আমার একটা নোটিফিকেশন প্রকাশ করব, তাতে রেজাল্ট প্রকাশের তারিখ জানানো হবে। যেমনটা করা হয়েছিল 'এএলপি আনসার কি' (RRB ALP Answer Key) প্রকাশ করার আগে।'' কয়েকটি ওয়েবসাইট জানিয়েছিল যে, ১৬ কিংবা ১৭ তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। এখনও কিছু রিপোর্ট অনুসারে রেজাল্ট মার্চে প্রকাশিত হবে। এই নিয়ে আমরা রেলওয়ের আধিকারিকের সাথে কথা বলেছি, কিন্তু মার্চে রেজাল্ট প্রকাশ হওয়া নিয়ে তিনি কিছু জানানা নি। জানানো হয়েছে যে, নতুন প্ল্যান অনুসারে ফেব্রুয়ারিতেই রেজাল্ট প্রকাশ করার চেষ্টা চলছে। ১৭ ই সেপ্টেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে আরআরবি গ্রূপ ডি (RRB Group D)-এর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষায় ১ কোটি ১৭ লক্ষ প্রার্থী অংশ গ্রহণ করেছিল। এত বড়ো মাত্রার পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা এত সহজ কাজ নয়। রেলওয়ে বোর্ড এই রেজাল্টে কোনো রকম সমস্যা থাকুক তা চায়না। .
RRB Group D Result 2018-19 এইভাবে চেক করুন:
স্টেপ 1: গ্রূপ ডি এর রেজাল্ট দেখার জন্য নিজের অঞ্চলের আরআরবি ওয়েবসাইটে যান।
স্টেপ 2: ওয়েবসাইটে দেওয়া CEN 2 Group D Result -এই লিংকে ক্লিক করুন
স্টেপ 3: নিজের রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ-ইন করুন
স্টেপ 4: আপনার স্ক্রিনে রেজাল্ট এসে যাবে
স্টেপ 5: ভবিষ্যতের জন্য আপনি নিজের রেজাল্টের প্রিন্ট আউট নিতে পারেন