This Article is From Feb 18, 2019

RRB Group D Result 2019: কবে প্রকাশিত হবে ফলাফল, জানতে চোখ রাখুন নিজস্ব আঞ্চলিক ওয়েবসাইটে

RRB Group D Result Date: এনডিটিভিকে আরআরবি-র এক কর্মকর্তা জানান যে, এখনও কোনও তারিখ নির্ধারিত হয়নি। কিন্তু ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে।

RRB Group D Result 2019: কবে প্রকাশিত হবে ফলাফল, জানতে চোখ রাখুন নিজস্ব আঞ্চলিক ওয়েবসাইটে

RRB Group D Result: আজ প্রকাশিত হতে পারে উত্তরপত্র

হাইলাইটস

  • এখনও ফল প্রকাশের দিন নির্ধারিত হয়নি
  • আজ প্রকাশিত হতে পারে উত্তরপত্র
  • আঞ্চলিক ওয়েবসাইটে নজর রাখুন
নিউ দিল্লি:

আরআরবি গ্রুপ ডি (RRB Group D Result) পরীক্ষার ফলাফল যে কোনও দিন, যে কোনও মুহূর্তে প্রকাশিত হতে পারে। যদিও আরআরবি কোনও নোটিশ এখনো পর্যন্ত প্রকাশ করেনি। কিন্তু আরআরবি-র এক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন যে, ফলাফল ফেব্রুয়ারি মাসেই প্রকাশিত হবে। প্রার্থীরা নিয়মিত নিজের অঞ্চলের আরআরবি ওয়েবসাইটে লক্ষ্য রাখুন। আজ, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অ্যান্সার কী বা উত্তরপত্র (RRB ALP Answer Key) সম্বন্ধিত বিজ্ঞপ্তি জারি হবে।

RRB Group D Result: কয়েকটি সতর্কতা
 

চাকরি পাওয়ানোর দালাল বা ভুয়ো সংস্থার খোঁজ পেলে আপনিও নিকটবর্তী পুলিশ স্টেশনে অভিযোগ জানান।

RRB এর ভুয়ো ওবেবসাইট থেকে প্রার্থীরা সতর্ক থাকুন।

RRB Chandigarh, rrbcdg.gov.in

আরআরবি-র উত্তরপত্র ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় প্রকাশ হবে। প্রার্থীরা ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টা থাকে উত্তরপত্রে আপত্তি থাকলে জানাতে পারবেন। ২০ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত আপত্তি নথিভুক্ত করতে পারবেন।

আরআরবি গ্রুপ ডি ফলাফল: গ্রুপ ডি-র ফলাফল কীভাবে দেখবেন জেনে নিন (RRB Websites Direct Link)

RRB Ahmedabad

RRB Ajmer

RRB Allahabad

RRB Bangalore

RRB Bhopal

RRB Bhubaneshwar

RRB Bilaspur

RRB Chandigarh

RRB Chennai

RRB Gorakhpur

RRB Guwahati

RRB Jammu

RRB Kolkata

RRB Malda

RRB Mumbai

RRB Muzaffarpur

RRB Patna

RRB Ranchi

RRB Secunderabad

RRB Siliguri

RRB Thiruvananthapuram

indian railways engine 650 wikimediaRRB Group D Result @ rrbbpl.nic.in, rrbthiruvananthapuram.gov.in, rrbald.gov.in, rrbbnc.gov.in, rrbcdg.gov.in

ধাপ 1: প্রার্থীরা গ্রুপ ডি-র ফলাফল জানতে আপনার অঞ্চলের আরআরবি ওয়েবসাইটে যান।

ধাপ 2: ওয়েবসাইট দেওয়া (CEN 02/2018 Level 1) ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।

ধাপ 3: এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন।

ধাপ 4: আপনার ফলাফল পর্দায় চলে আসবে।

ধাপ 5: আপনি আপনার ফলাফলের প্রিন্ট আউট নিতে পারেন।

ফলাফলের জন্য যাঁরা অপেক্ষা করছেন তাঁরা মানসিক চাপ নেবেন না। আমরা সবচেয়ে সঠিক এবং নতুন আপডেট আপনার কাছে পৌঁছে দেব।

কিছু ওয়েবসাইট জানিয়েছিল যে ১৬ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ হতে পারে। অনেকে আবার ১৭ ফেব্রুয়ারি ফল প্রকাশের কথা জানান। এনডিটিভিকে আরআরবি-র এক কর্মকর্তা জানান যে, এখনও কোনও তারিখ নির্ধারিত হয়নি। কিন্তু ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে।

 

.