Read in English
This Article is From Aug 24, 2018

রাখির দিন মহিলাদের জন্য বিশেষ ট্রেন

রাখির দিন মহিলাদের জন্য  বিশেষ ট্রেন চালানো হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ট্রেনের দিল্লি শাখা।

Advertisement
অল ইন্ডিয়া

দেখে নিন সেই টাইম টেবিল।

নিউ দিল্লি :

রাখির দিন মহিলাদের জন্য  বিশেষ ট্রেন চালানো হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ট্রেনের দিল্লি শাখা। এমনিতে রাজধানীতে যাতায়াত করতে অনেকের কাছেই বড় ভরসা ট্রেন। কিন্তু ভিড় বেশি থাকায় অনেকেই তাতে উঠতে পারেন না। মহিলাদের সমস্যা সব দিক থেকেই বেশি।

দেখে নিন ট্রেনের টাইম টেবিল

 

 রাখি মানে একাত্ম হওয়ার উৎসব। আজীবন একে অপরের পাশে থাকার বার্তা বয়ে আনে রাখি। কিন্ত দিল্লির মতো বড় শহরে এ ধরনের অনুষ্ঠানে যোগ দান  করা  মাঝে মধ্যে খুবই কঠিন হয়ে যায়। ট্রেনে ভিড়  থাকলে তাঁদের উঠতে সমস্যা হয়। কিন্তু শুধু মহিলাদের জন্য বিশেষ ট্রেন চললে সমস্যা কমে আসে অনেকটাই। এবার সেই পথেই হাঁটল রেল। রেলের এমন সিদ্ধান্তে খুশি সবাই।       

 

Advertisement
Advertisement