This Article is From Sep 06, 2018

Rain forecast: দিঘা যাচ্ছেন? এই সতর্কবার্তা আপনাকে জানতেই হবে

rain forcast; উত্তর পশ্চিম বঙ্গপাসগরে তৈরি হওয়া গভীর  নিম্নচাপের জেরে আগামী দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে  প্রবল বর্ষণের আশঙ্কা।

Advertisement
Kolkata

Rain forecast: সমুদ্র উত্তাল থাকারও সম্ভবনা রয়েছে পুরো মাত্রায়।

কলকাতা:

উত্তর পশ্চিম বঙ্গপাসগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আগামী দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটি দিঘার উপর দিয়ে যাবে। আর তার জেরেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত  হবে। পূর্বাভাসে বলা হয়েছে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়্গ্রামের মতো জায়গায় বেশি বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকারও সম্ভবনা রয়েছে পুরো মাত্রায়। তাই এই সময়ের মধ্যে যাঁদের দিঘা যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে দেশের কয়েকটি জায়গায় বর্ষারেখা এখনও সক্রিয়। আর তার জেরেই বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে

আবহাওয়ার সবচেয়ে বেশি খামখেয়ালি আচরণ দেখা গিয়েছে কেরালায়। অতীতের সমস্ত নজির ভাঙা বৃষ্টিতে প্রাণ গিয়েছে বহু মানুষের। শুধু কেরালা নয় গত কয়েক বছরে বার বার আবহাওয়ার খামখেয়ালি আচরণের শিকার হয়েছে দক্ষিণ ভারত। অন্যদিকে আর মাস দেড়েকের মধ্যে দুর্গা পুজো। তখনও এভাবে বৃষ্টি হলে পরিস্থিতি কী হবে তা ভেবে সবাই আতঙ্কিত।                         

Advertisement

 

 

Advertisement
Advertisement