This Article is From Oct 01, 2019

পুজোতেও ভোগাবে বৃষ্টি, আভাস আবহাওয়া দফতরের, রেনকোট-ছাতা বগলদাবা করেই প্যান্ডেল হপিং?

Rain In Kolkata: ১০ অক্টোবরের পরেই পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, কিন্তু ততদিনে ষষ্ঠী থেকে দশমী, সব আনন্দই মাটি হওয়ার সম্ভাবনা

পুজোতেও ভোগাবে বৃষ্টি, আভাস আবহাওয়া দফতরের, রেনকোট-ছাতা বগলদাবা করেই প্যান্ডেল হপিং?

Rain In West Bengal: ষষ্ঠী থেকে দশমী, রোজই হবে বৃষ্টি, এমন অশনী সংকেত দিল আবহাওয়া দফতর

কলকাতা:

যাঁর জন্যে বছরভর অপেক্ষার দিন গোনা সেই তাঁর আগমণী বার্তা বেজে গেছে অথচ মুখে হাসি নেই উৎসব প্রিয় বাঙালির। হাসি ফুটবেই বা কী করে ? প্রায় প্রতিদিনই (West Bengal Rain) যখন তখন ঝেঁপে বৃষ্টি, রাস্তায় রাস্তায় জল-কাদা, ঝকঝকে শরতের বদলে প্যাঁচপ্যাঁচে অকাল বর্ষা যেন। মনে মনে যারপরনাই বিরক্ত বাঙালি ভাবছে কখন দূর হবে এই ভেজা-ভোগান্তি। একে তো মহালয়ার আগে বেশ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি মাটি করেছে পুজোর বাজার, তার উপর এখনও আকাশের মুখ ভার। অনেকেই বলেন, মা আসছেন তা বোঝা যায় শরতের আকাশ দেখলে, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় নীল আকাশে সাদা মেঘের ভেলার বদলে শুধু দেখা মিলছে মুখ হাঁড়ি করা কালো মেঘেদের, যে কিনা যখন তখন ছিঁচকাঁদুনে মেয়ের মতো বৃষ্টি ঝরাচ্ছে আর পণ্ড করছে শারদীয়ার আনন্দ।  না, মোটেই আনন্দ সংবাদ দিতে পারছে না আবহাওয়া দফতর। পূর্বাভাস যা মিলছে তাতে ষষ্ঠী থেকে দশমী, প্রতিদিনই (Rain In Kolkata) প্রায় বৃষ্টির সম্ভাবনা। ফলে অনেক পুজো মণ্ডপেই (Durga Puja) উদ্বোধন হয়ে গেলেও এখনও ঠাকুর দেখার হিড়িক তেমন চোখে পড়ছে না, বাঙালি যেন এই অকাল বর্ষণে ভিজে ন্যাতা হয়ে গেছে।

পুজোয় ‘ভিলেন' বৃষ্টি! দেখুন ষষ্ঠী থেকে দশমী কোন দিন কেমন বৃষ্টিতে পণ্ড হতে পারে উৎসব

আজ অর্থাৎ মঙ্গলবারও দিনভর বৃষ্টির পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, মঙ্গলবার দিনের গড় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশের কাছাকাছি থাকার সম্ভাবনা। প্রায় সারাদিনই চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। সুতরাং আজও (মঙ্গলবার) মাটি হচ্ছে পুজোর বাজার।

আসলে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায়ের সময় অক্টোবরের প্রথম সপ্তাহ। কিন্তু এ বছর বঙ্গে বর্ষার প্রবেশ হয়েছে বেশ খানিকটা দেরীতে। তাই  এবার বিদায়ও দেরীতেই। ১০ অক্টোবরের পরেই পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, কিন্তু ততদিনে তো ষষ্ঠী থেকে দশমী, সব আনন্দই মাটি হওয়ার সম্ভাবনা।

পুজোয় বৃষ্টি-ভোগান্তির সম্ভাবনা বাড়িয়ে দেরী করে এ রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা

তবে সে ভয়ে কম্পিত নয় বাঙালির হৃদয়। উৎসবপ্রিয় বাঙালি প্রয়োজনে বর্ষার জলে ছপাৎ ছপাৎ করেই মায়ের দর্শনে বেরিয়ে পড়বেন, এমনটাই মনে করছেন সবাই। তাই একটাই পরামর্শ, পুজোয় নতুন জামা, খাওয়া দাওয়ার সঙ্গে এবারে বোধহয় আপনার সবসময়ের সঙ্গী হতে চলেছে ছাতা বা রেনকোট। তাতে কী, এবার না হয় পুজো জমে উঠুক রঙ বেরঙের ছাতা ও রেনকোটের সাজেই। 

পুজোয় বৃষ্টি হলেও পাশে আছে কলকাতা পুলিশ:

.