This Article is From Apr 28, 2020

কলকাতা সহ রাজ্যে সারাদিনই চলবে বজ্র বিদ্যুত সহ ঝড় বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

আগামী দু-তিন দিন আবহাওয়ার একই পরিস্থিতি বজায় থাকবে। এমন সম্ভাবনার কথা আগেই শুনিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা সহ রাজ্যে সারাদিনই চলবে বজ্র বিদ্যুত সহ ঝড় বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

কলকাতা সহ রাজ্যে সারাদিনই চলবে বজ্র বিদ্যুত সহ ঝড় বৃষ্টি

মেঘ রোদের লুকোচুরি সকাল থেকেই চলছে। কখনও হালকা রোদ উঠছে,মুহুর্তেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। সকাল থেকেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখছে কলকাতা।  করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে। মানুষ এমনিতেই ঘরবন্দি। তাই এই আবহাওয়া উপভোগও করছেন অনেকেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা আর পাওয়া যাচ্ছেনা। আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টিও শুরু হয়ে গেছে কলকাতা সহ রাজ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সারাদিনই এই পরিস্থিতি থাকবে। কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দফতর জানাচ্ছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

হাওয়া অফিসে জানাচ্ছে কলকাতা এবং হাওড়া, হুগলিতে ,৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলবে। এছাড়া গোটা রাজ্য জুড়ে আজ সারাদিনই ঝড় বৃষ্টির দাপট দেখতে পাওয়া যাবে। মালদা, পূর্ব মেদিনীপুরেও একই পরিস্থিতি চলবে।

জেনে নিন রাজ্যের কোন কোন জায়গায় আজকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর অনুযায়ী কলকাতা, হুগলি, মালদা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। যার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে।

এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, সুন্দরবন ,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ অন্য জেলাতেও আজ সারাদিনই ঝড়ো হাওয়া বইবে যার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে। এছাড়া এই সমস্ত অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হবে।জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী দু-তিন দিন আবহাওয়ার একই পরিস্থিতি বজায় থাকবে। এমন সম্ভাবনার কথা আগেই শুনিয়েছে আবহাওয়া দফতর।


 

.