Read in English
This Article is From Sep 12, 2019

পুজোর বাজার মাটি করবে তুমুল বৃষ্টি, পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি

জেলেদের আগামী কয়েকদিন সমুদ্রের দিকে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

নয়াদিল্লি:

ভারতীয় আবহাওয়া দফতর বা India Meteorological Department-এর (আইএমডি) পূর্বাভাস পুজোর বাজারের জন্য মুখিয়ে থাকা মানুষদের জন্য মোটেও সুখের নয়! মধ্য প্রদেশ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিচ্ছিন্ন জায়গাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানান দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অন্তরায় হতে পারে পুজোর আগের উইকেন্ড শপিংয়ে।

বৃষ্টিতে ভাসল কলকাতাসহ দক্ষিণবঙ্গ, ভোগান্তি আর কত জানাল আবহাওয়া দফতর

আবহাওয়ার পূর্বাভাস সংস্থা (IMD) আরও পূর্বাভাস দিয়েছে যে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, বিহার, ঝাড়খন্ডের বিচ্ছিন্ন জায়গাগুলিতেও ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

“গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, গুজরাট অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন এবং গোয়াতে আবহাওয়ার অবস্থা প্রতিকূল রইবে,” সারা ভারতের আবহাওয়া সংক্রান্ত সতর্কতা বুলেটিনে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

এ হাসি কেমন হাসি! বেদম হাসতে গিয়ে ট্রেনের মধ্যেই চোয়াল আটকে বিপত্তি

Advertisement

বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের বিক্ষিপ্ত এলাকায়।

প্রবল বেগে প্রায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বাতাস বইতে পারে। সম্ভবত দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য আরব সাগরের উপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। জেলেদের আগামী কয়েকদিন সমুদ্রের দিকে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement