মঙ্গলবার সন্ধেয় কলকাতায় আসছেন রাজ ঠাকরে
হাইলাইটস
- রাজ ঠাকরে মঙ্গলবার সন্ধেয় কলকাতায় আসছেন
- তৃণমূল সূত্র জানাচ্ছে, রাজ মমতাকে ফোন করেছিলেন
- তখনই তিনি এই বিষয়গুলি নিয়ে তাঁর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) মঙ্গলবার সন্ধেয় কলকাতায় আসছেন। বুধবার তিনি সাক্ষাৎ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। সংবাদ সংস্থা পিটিআইকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখ্য রাজ ঠাকরের খুব কাছের এক সূত্র জানিয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যালট পেপারে নির্বাচন সম্পন্ন করার দাবি নিয়ে আলোচনা করতেই নবান্নে মমতার সঙ্গে দেখা করবেন রাজ।
তৃণমূল সূত্র জানাচ্ছে, রাজ মমতাকে ফোন করেছিলেন। তখনই তিনি এই বিষয়গুলি নিয়ে তাঁর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন।
“উত্তরপ্রদেশ নিয়ে কী ভাবছেন”: উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার তদন্তের দাবি মমতার
মমতা ইভিএম-এ নির্বাচনের বিরোধী। তাঁর অভিযোগ, ২০১৯ লোকসভায় ইভিএম কারচুপি করেই জিতেছে বিজেপি। তিনি দাবি তুলেছেন, ইভিএমে নির্বাচন না করে ব্যালট পেপারে নির্বাচনের পুরনো পদ্ধতিই প্রয়োগ করা উচিত কারচুপি বন্ধ করতে।
জনসংযোগে “দিদিকে বলো”, হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস
মমতা এর আগে দাবি জানিয়ে বলেছিলেন, “ভুলে যাবেন না আগে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার মতো দেশে ইভিএম ব্যবহার করা হত। কিন্তু এখন তারা তা বন্ধ করে দিয়েছে...তাহলে আমরা কেন ব্যালট পেপারে ফিরিয়ে আনতে পারি না?''
তিনি দাবি তুলেছিলেন ইভিএম-এর বিস্তারিত খুঁটিয়ে দেখতে একটি সত্যানুসন্ধানী কমিটি গঠন করা উচিত। জানিয়েছিলেন, ‘‘গণতন্ত্রকে আমাদের বাঁচাতেই হবে। আমরা যন্ত্র চাই না। আমাদের দাবি ব্যালট পেপার পদ্ধতির প্রত্যাবর্তন। আমরা এই নিয়ে আন্দোলন করব আর তা শুরু হবে বাংলা থেকেই।'' তিনি সাংবাদিকদের আরও বলেছিলেন, ‘‘আমি বিরোধী ২৩টি দলকেই বলব একত্রিত হয়ে ব্যালট পেপারকে ফিরিয়ে আনার দাবি জানাতে।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)