This Article is From Feb 27, 2019

ভারতের বিমান হানার দিন জন্ম এই “মিরাজ রাঠোরে”র, দেখুন এই সদ্যোজাতকে

আজমেড়ের এই শিশুর নাম “মিরাজ রাঠোর”। পরিবারের তরফে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনার বীরত্ত্বকে স্মরণ করে এই নাম রাখা হয়েছে।

ভারতের বিমান হানার দিন জন্ম এই “মিরাজ রাঠোরে”র, দেখুন এই সদ্যোজাতকে

বড় হলে সে নিরাপত্তা বাহিনীতে যোগ দেবে বলে আশা মিরাজের বাবার।

আজমেড়:

গতকাল নিয়ন্ত্রণ রেখা থেকে ৮০ কিলোমিটার দূরে বালাকোটে জইশ-ই-মহম্মদের ক্যাম্পে যখন হানা দিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ ২০০০, সেই সময় রাজস্থানে জন্ম হওয়া এক সদ্যোজাতের নাম রাখা হয়েছে মিরাজ।

আজমেড়ের এই শিশুর নাম “মিরাজ রাঠোর”। পরিবারের তরফে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনার বীরত্ত্বকে স্মরণ করে এই নাম রাখা হয়েছে।

বড় হলে সে নিরাপত্তা বাহিনীতে যোগ দেবে বলে আশা মিরাজের বাবার।

LIVE UPDATES: PoK -এর জঙ্গি ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার হামলা,১২ টি যুদ্ধ বিমান ধ্বংস করল জইশ-এ-মোহাম্মদের ক্যাম্প

সংবাদসংস্থা এএনআইকে শিশুটির বাবা এসএস রাঠোর বলেন, “জঙ্গিঘাঁটিতে মিরাজ যুদ্ধবিমানের হানার স্মরণে আমাদের শিশুর নাম রাখা হয়েছে মিরাজ রাঠোর।আমাদের আশা, বড় হয়ে সে নিরাপত্তা বাহিনীতে যোগ দেবে”।

গতকাল ভোররাতে জঙ্গিঘাঁটিতে ১,০০০ কেজি বোমা নিক্ষেপ করে ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলা চালিয়ে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পরে আবারও হামলা চালানোর পরিকল্পনা চলছিল, এমনই গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই “আগ্রাসি অসামরিক হামলা” চালানো হয়।

ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকের মাঝে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

১৯৮৫ সালে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হয় মিরাজ ২০০০। এই যুদ্ধবিমানটি বায়ুসেনায় এখনও রয়েছে এহং সবচেয়ে ভাল বহুমুখী কাজ করতে পারে মিরাজ। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল মিরাজ, যা থেকে লেজার নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করা হয়েছিল জঙ্গিদের বাঙ্কারের ওপর।

.