গত সেপ্টেম্বর মাসেই দলত্যাগ করেন মানবেন্দ্র।
হাইলাইটস
- বিজেপি বলছে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার রাজস্থানে উন্নয়ন এনেছে
- চেনা কেন্দ্রে ঝালোয়ারে ই এবার কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী
- যশবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্র নিজেও পদ্ম শিবিররে বিধায়ক ছিলেন
জয়পুর: রাজস্থান বিধানসভা নির্বাচনে বাজি মাত করতে স্থানীয় লোকগীতি থেকে কয়েকটি অংশ ব্যবহার করছে বিজেপি। বলছে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার রাজস্থানে উন্নয়ন এনেছে। কিন্তু নিজের দশ বছরের চেনা কেন্দ্রে ঝালোয়ারে ই এবার কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে মানবেন্দ্র সিংহকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন নেতা যশবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্র নিজেও পদ্ম শিবিরে বিধায়ক ছিলেন। কিন্তু এবার তিনি কংগ্রেসে। আর মুখ্যমন্ত্রীকে কড়া টক্কর দেওয়ার জন্য তাঁদের পারিবারিক কেন্দ্র বারমের থেকে সরে এসে ঝালোয়ার থেকে লড়ছেন মানবেন্দ্র। গত সেপ্টেম্বর মাসেই দলত্যাগ করেন মানবেন্দ্র । সে সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল 'কমল কি ফুল হামারি ভুল।' পদ্ম বিজেপির প্রতীক ।
রাজস্থানে বিজেপির জোড়া ধাক্কা, একই দিনে দল ছেড়ে কংগ্রেসে দুই জন প্রতিনিধি
জয়পুর শেষমেশ কে জয় করবে তা ঠিক করার ক্ষেত্রে চিরকালই বড় ভূমিকা নিয়ে থাকে রাজপুতরা। রাজ্যের মোট ভোটারদের ১১ শতাংশই রাজপুত। ২০০ আসনের রাজস্থান বিধানসভার মধ্যে প্রায় ৫০টি কেন্দ্রে পার্থক্য গড়ে দিতে পারে রাজপুত ভোট। দীর্ঘ দিন ধরেই বিজেপিকে সমর্থন করে তারা। তবে এবার কয়েকটি বিষয় ভাবাচ্ছে বিজেপিকে। প্রথমত গতবার যশবন্তকে টিকিট দেয়নি বিজেপি। তাছাড়া স্থানীয় ভাবে রবিন হুড বলে পরিচিত গ্যাংস্টার আনন্দপালের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, এর উপর আছে পদ্মাবত বিতর্ক।
রাজস্থানের আজমের শরিফ দরগায় শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেস সভাপতি
৫ বারের সাংসদ বসুন্ধরা ২০০৩ সাল থেকে ঝালোয়ার থেকে জিতে আসছেন বসুন্ধরা। তাঁর বিরুদ্ধে লড়ছেন মানবেন্দ্র। আর এই মানবেন্দ্রকে ‘সাহায্য' করছে করনি সেনা। পদ্মাবত ছবি ঘিরে হওয়া গোলমালের নেপথ্যে করনি সেনার ভূমিকা আছে বলে মনে করা হয়। অন্যদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন আরেক রাজ পরিবারের সদস্য।
দেখুন ভিডিও: