தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 09, 2020

জয় শ্রী রাম না বলার অপরাধে লাঠিপেটা সংখ্যালঘু অটো চালককে! উপড়ানো হলো দাড়িও

গফ্ফর তামাক এগিয়ে দিলে, ওরা উলটে প্রত্যাখান করে। এবং তাঁকে জয় শ্রী রাম ও নরেন্দ্র মোদি জিন্দাবাদ জোর করে বলানোর চেষ্টা করে দুই অভিযুক্ত

Advertisement
অল ইন্ডিয়া Edited by

রাজস্থানের শিকারে আক্রান্ত ওই অটো চালক

শিকার:

ফের অমানবিক আচরণের সাক্ষী থাকলো রাজস্থানের শিকার জেলা। শুক্রবার জেলার এক সংখ্যালঘু অটো চালককে নির্যাতনের দায়ে গ্রেপ্তার দুই। জানা গিয়েছে, গফ্ফর আহমেদ নামে ওই অটো চালককে নরেন্দ্র মোদি জিন্দাবাদ এবং জয় শ্রী রাম বলানোর চেষ্টা হয়। চলে তাঁর ওপর মারধর এবং দাড়ি উপড়ে নেওয়ার মতো ঘটনা। এমনকী, নিগৃহীতের টাকার ব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে এক যাত্রীকে নামিয়ে ফেরার পথে একটা গাড়ির দুই সওয়ারি তাঁর রাস্তা আটকায়। তাঁর থেকে তামাক চেয়ে বসে। গফ্ফর তামাক এগিয়ে দিলে, ওরা উলটে প্রত্যাখান করে। এবং তাঁকে জয় শ্রী রাম ও নরেন্দ্র মোদি জিন্দাবাদ জোর করে বলানোর চেষ্টা করে দুই অভিযুক্ত।

পুলিশের সঙ্গে ধৃত দুই অভিযুক্ত। 

গফ্ফর সেই দাবি মানতে অস্বীকার করায় তাঁকে লাঠিপেটা শুরু করে দু'জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের একজনের নাম শম্ভু দয়াল জাট আর অপরজনের নাম রাজেন্দ্র জাট। ঘটনার ছ'ঘণ্টার মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

.

Advertisement