২০১৭-এর এপ্রিলে জয়পুর থেকে হরিয়ানায় গরু নিয়ে যাওয়ার সময় পেহলু খানের(Pehlu Khan) ওপর হামলা হয়
নয়াদিল্লি: পেহলু খান (Pehlu Khan) নিয়ে আদালতের দেওয়া রায় খতিয়ে দেখা হবে বলে শুক্রবার জানাল রাজস্থান সরকার। বুধবার জেলা আদালত, দুবছর আগে দুগ্ধ ব্যবসায়ী পেহলু খানকে মারধরের ঘটনায় ৬ জন অভিযুক্তকে মুক্তি দেয়। একটি মোবাইলে ফোনে পেহলু খানকে মারধরের ঘটনার ভিডিও তোলা হয়, যেটির মাধ্যমে অভিযুক্তদের সনাক্ত করে পুলিশ। তিনদিন পর, আঘাতের কারণে মৃত্যু পেহলু খানের (Pehlu Khan)। রায় ব্যাখা করে আলোয়ারের জেলা আদালত জানায়, পেহলু খানের বিবৃতির উল্লেখ করা হয়নি, দুবছর পরে তা যোগ করা হয়, এমনকী, সনাক্তকরণ প্যারেডও করানো হয়নি বলে উল্লেখ করে আদালত। এরপরেই অভিযুক্তদের সন্দেহের কারণে সুবিধা দিয়ে মুক্তি দেওয়া হয়।
মারধরের ভিডিওটি ভাইরাল হয়, যে মোবাইলে ভিডিওটি তোলা হয়েছিল, সেই মোবাইলটি বাজেয়াপ্ত না করায়, ভিডিওটি ঘটনার প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়নি আদালতে।
আরও কিছু বিতর্কিত খবর রয়েছে বলে মনে করে আদালত, কীভাবে মৃত্যু হল পেহলু খানের। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আঘাতের কারণেই মৃত্যু হয়েছে পেহলু খানের (Pehlu Khan), সরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে পেহলু খানের।
বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার, মনে করা হচ্ছে, নতুন করে তদন্ত হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বুধবারের রায়ের পর, ট্যুইটারে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। সেখানে তিনি লেখেন, আলোয়ার জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার এবং পেহলু খানের পরিবারকে ন্যায় বিচার দেবে তাঁর প্রশাসন।
শুক্রবার ট্যুইট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, সেখানে জেলা আদালতের রায় নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি, এবং পেহলু খান (Pehlu Khan) ও তাঁর পরিবারকে সুবিচার দেওয়ার জন্য সরকারকে সমর্থন জানান।
হিন্দিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা গান্ধি লেখেন, “পেহলু খান (Pehlu Khan) নিয়ে নিম্ন আদালতের রায় দুঃখজনক। আমাদের দেশে অমানবিকতা এবং গণপিটুনি দিয়ে হত্যার মতো জঘন্য ঘটনার কোনও জায়গা থাকা উচিত নয়”।
ঘটনাচক্রে, এবারের সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে গণপিটুনি বিরোধী একটি বিল পাশ করিয়েছে রাজস্থান সরকার। এই বিল অনুসারে, দোষী ব্যক্তিকে যাবজ্জ্বীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
তবে বিলটি পেহলু খানের ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।