This Article is From Jul 17, 2020

মঙ্গলবার পর্যন্ত খারিজ করা যাবে না শচীনের বিধায়ক পদ: রাজস্থান হাইকোর্ট, দেখুন ১০ তথ্য

অন্যদিকে, গত সপ্তাহ থেকে দিল্লিতে বসে শচীন পাইলট। তাঁর সঙ্গে ২০ জন বিধায়ক আছেন, এমনটাই পাইলট শিবিরের দাবি

বুধবার শচীন পাইলট ও অন্য বিক্ষুব্ধ বিধায়করা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। (ফাইল ছবি)

জয়পুর: মঙ্গলবার পর্যন্ত শচীন পাইলট-সহ ১৮ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজ করা যাবে না। বিধানসভার অধ্যক্ষ সিপি জোশীকে এই মর্মে নির্দেশ পাঠালো রাজস্থান হাইকোর্ট। সম্প্রতি অধ্যক্ষর থেকে বিধায়কপদ খারিজের নোটিশ পেয়েছেন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ বিধায়করা। সেই নোটিশের বিরোধিতা করে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সোমবার এই আবেদনের শুনানি হবে। এমনটাই আদালত সূত্রে খবর। তার আগে অন্তর্বর্তীকালীন নির্দেশে অধ্যক্ষকে মঙ্গলবার পর্যন্ত বিধায়কপদ খারিজ প্রক্রিয়া স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কংগ্রেস দুই বিক্ষুব্ধ বিধায়ককে সাসপেন্ড করেছে। একটি টেপের সূত্র ধরে সেই সাসপেনশন। কংগ্রেস সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিধায়ক কেনাবেচায় অর্থের প্রস্তাব দিয়েছেন। সেই টেপে এই কীর্তি রেকর্ড রয়েছে। এই অভিযোগে দুটি পুলিশ এফআইআর করা হয়েছে।

১০ তথ্যে রাজস্থান সংকট:

  1. কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মাকে গ্রেপ্তার করতে দিল্লি পৌঁছেছে রাজস্থান পুলিশের একটি টিম। রাজস্থান কংগ্রেসের করা এফআইআরে নাম রয়েছে এই বিধায়কের

  2.  জানা গিয়েছে, দিল্লি হয়ে তাঁরা হরিয়ানা পৌঁছবে। সে রাজ্যের একটা হোটেলেই ঘাঁটি গেড়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়করা। যদিও সেই হোটেলের বাইরে মোতায়েন হরিয়ানা পুলিশের একটা দল

  3.  শুক্রবার সকালে ভাইরাল সেই টেপের বর্ণনা সংবাদমাধ্যমের সামনে দিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই টেপে মন্ত্রী শেখাওয়াতের কণ্ঠস্বর আছে। অভিযোগ কংগ্রেসের 

  4. যদিও সেই টেপের কণ্ঠ তাঁর নয়, এমন দাবি করেছেন সেই কেন্দ্রীয় মন্ত্রী। এমনকী তিনি তদন্তের মুখোমুখি হতেও রাজি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন শেখাওয়াত

  5.  যদিও ইচ্ছাকৃত বিজেপির ভাবমূর্তি কলুষিত করছে রাজস্থানের কংগ্রেসের সরকার। এমনটাই অভিযোগ সে রাজ্যের বিজেপি সভাপতি সতীশ পুনিয়ার

  6. এদিকে শচীন শিবিরের কাছে আদালতে মামলা জেতা গুরুত্বপূর্ণ। ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় অশোক গেহলটের পক্ষে ১০৬ জন বিধায়কের সমর্থন আছে। কংগ্রেসের দরকার মোট ১০১ জন বিধায়ক

  7. অন্যদিকে, গত সপ্তাহ থেকে দিল্লিতে বসে শচীন পাইলট। তাঁর সঙ্গে ২০ জন বিধায়ক আছেন, এমনটাই পাইলট শিবিরের দাবি

  8. সম্প্রতি এক সাক্ষাৎকারে অশোক গেহলট বলেছেন, "আমার সঙ্গে পাইলটের কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। উনি ফের মূলস্রোতে ফিরতে চাইলে আমিই স্বাগত জানাবো।"

  9.  যদিও এই পাইলটের  বিরুদ্ধে ঘোড়া কেনাবেচায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী গেহলট। এমনকী, বিধায়কপিছু ১৪ কোটি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ গেহলটের

  10. তবে, জল্পনা থাকলেও বিজেপিতে যোগ দেবেন না পাইলট। এমনটাই জানিয়েছেন তিনি। তাই তাঁকে মূলস্রোতে ফেরাতে তোরজোর চালাচ্ছে কংগ্রেস শিবির



Post a comment
.