১৮ মিনিটের এই যাত্রা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান রমেশ।
জয়পুর: স্ত্রী একবার জানতে চেয়েছিলেন, একটা চপার (Chopper ) ভাড়া করতে কীরকম খরচ পড়ে। রাজস্থানের আলওয়ারের স্কুল শিক্ষক (Rajasthan Teacher) সিদ্ধান্ত নিয়ে ফেললেন স্ত্রী'র ইচ্ছা পূরণ করার। শিক্ষকের নাম রমেশচন্দ্র মিনা। চাকরি থেকে অবসর নেওয়ার দিন স্কুল থেকে বাড়ি ফিরলেন চপারে চেপে। সঙ্গে স্ত্রী ও নাতি। জয়পুর থেকে ১৫০ কিলোমিটার পথ পেরিয়ে মালওয়ালি গ্রামে তাঁর বাড়িতে গেলেন রমেশচন্দ্র। তাঁর পরণে ছিল প্রথাগত পোশাক ও রোদচশমা।
তিনি জানান, নয়াদিল্লির এক সংস্থা থেকে ৩.৭০ লক্ষ টাকা খরচ করে স্ত্রীর ইচ্ছে পূরণ করেছেন তিনি।
১৮ মিনিটের এই যাত্রা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান রমেশ।
গণিকাবৃত্তিতে নামতে না চাওয়ায় স্ত্রীকে খুন করে ধৃত স্বামী
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘আমরা ছাদে বসেছিলাম। তখন একটা চপার উড়তে দেখে ও আমার কাছে জানতে চেয়েছিল চপার ভাড়া করতে কত খরচ পড়বে। ওর ইচ্ছে পূরণ করতেই আমি একটা চপার ভাড়া করি আমার অবসর নেওয়ার দিনে। এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা। আমরা দারুণ উপভোগ করেছি।''
তিনি আরও বলেন, ‘‘আমি সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলাম জেলা প্রশাসন এবং অন্যান্য দফতর থেকে। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, যারা কাজটা সহজ করে দিয়েছে।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)