This Article is From Jul 23, 2020

"হাইকোর্টের শুনানি থামান", সুপ্রিম কোর্টে দরবার রাজস্থান বিধানসভার অধ্যক্ষের, দেখুন ১০ তথ্য

শচিন পাইলটকে মূলস্রোতে ফেরাতে এযাবৎকাল বৃথা চেষ্টা করেছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। এই তরুণ তুর্কির একটাই দাবি, রাজস্থানে মুখ্যমন্ত্রিত্বের পদ

মঙ্গলবার আরও তিনদিনের জন্য স্বস্তি পেলেন শচীন পাইলট।

Jaipur/ New Delhi: রাজস্থান সঙ্কটের (Rajasthan crisis)সমাধান খুঁজতে এবার সুপ্রিম কোর্টে বিধানসভার অধ্যক্ষ। শীর্ষ আদালতের কাছে সিপি জোশীর (Assembly speaker to SC) আবেদন, হাইকোর্টকে মানা করুন মধ্যস্থতা করতে। পাশাপাশি শুক্রবার পর্যন্ত শচীন-সহ ১৯ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবেন না অধ্যক্ষ। হাইকোর্টের (Rajasthan High Court on Sachin Pilot) এই নির্দেশের বিরোধিতা করেও বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিধানসভার অধ্যক্ষ। আবেদনে তাঁর যুক্তি, "রাজস্থান সাংবিধানিক সঙ্কট এড়াতে ও আইনসভা এবং বিচারসভার মধ্যে দ্বন্দ্ব এড়াতে আমি শীর্ষ আদালতের দ্বারস্থ।"

১০ তথ্যে দেখুন রাজস্থানের পরিস্থিতি

  1. সুপ্রিম কোর্টে হলফনামা দাখিলের আগে রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বলেন, "আমার বিশেষ ক্ষমতা আছে, দলবিরোধী কাজে মদতের অভিযোগে বিধায়কপদ খারিজ করার। এই পরিসর সম্বন্ধে সুপ্রিম কোর্ট ওয়াকিবহাল। কিন্তু আমি চাই না রাজ্যে কোনও সাংবিধানিক সঙ্কট তৈরি হোক"

  2. এই মামলায় রাজস্থান বিধানসভার অধ্যক্ষের আইনজীবী কপিল সিব্বল আর শচীন পাইলটের তরফে আইনজীবী মুকুল রোহতাগি

  3.  রাজস্থান সঙ্কট সমাধানের বল এখন সুপ্রিম কোর্টে। যদিও প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আস্থাভোটে যেতে উদ্যোগী মুখ্যমন্ত্রী অশোক গেহলট

  4.  এই পরিবেশে মঙ্গলবার ও বুধবার গেহলট-ঘনিষ্ঠরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন

  5. অধ্যক্ষ ইতিমধ্যে বিক্ষুব্ধ ১৯ কংগ্রেস বিধায়ককে ফরখাস্তের নোটিশ পাঠিয়েছেন 

  6. ইতিমধ্যে মঙ্গলবার হাইকোর্টে শুনানির পর আরও তিনদিনের জন্য স্বস্তি পেলেন শচীন পাইলট। এই শিবিরের দাবি, তারা দল বদলাতে চায় না। তারা চায় রাজস্থানে নেতৃত্বের বদল হোক

  7. তবে, কোর্টের রায়ে রাজস্থান সরকারের আস্থাভোটে বড়সড় প্রভাব ফেলবে। গেহলট শিবিরের দাবি, সরকারের সঙ্গে ১০১ জন বিধায়কের সমর্থন আছে। বিধানসভার ম্যাজিক ফিগারের নিরিখে এক বিধায়ক বেশি। যদি ১৯ জন বিধায়কের পদ খারিজ হয়, সেক্ষেত্রে অনেকটা কোমর শক্ত হবে গেহলট শিবিরের।

  8.   অপরদিকে, বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক, বিজেপি ও নির্দল মিলিয়ে গেহলট-বিরোধী শিবিরের বিধায়ক সংখ্যা ৯৭। এবার যদি কোর্টের রায় পাইলট শিবিরের পক্ষে যায়, তাহলে বড় সঙ্কটের মুখে পড়তে পারে রাজস্থানের গেহলট সরকার। আস্থাভোটে উল্টোতে পারে পাশা

  9.  গত প্রায় দশদিন ধরে দিল্লিতে ঘাঁটি গেড়েছেন শচীন পাইলট। ১০ জুলাই বিশেষ তদন্তকারী দল তাঁকে সমন পাঠানোর পর থেকেই রাজস্থান সঙ্গ ত্যাগ করেছেন কংগ্রেসের এই তরুণ মুখ

  10.  শচিন পাইলটকে মূলস্রোতে ফেরাতে এযাবৎকাল বৃথা চেষ্টা করেছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। এই তরুণ তুর্কির একটাই দাবি, রাজস্থানে মুখ্যমন্ত্রিত্বের পদ। কিন্তু হাইকমান্ডের প্রস্তাব, মুখ্যমন্ত্রিত্ব বাদে বাকি সবকিছু। এই টানাপোড়েনে সঙ্কটে রাজস্থানের রাজনৈতিক স্থিতিশীলতা 



Post a comment
.